জাকির হোসেন রায়হানের পাঠানের ছবি
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ’-এর নাম পরিবর্তন করে এখন থেকে এটি পরিচিত হবে ‘ইটনা সরকারি কলেজ’ নামে। সোমবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের আরও তিনটি সরকারি কলেজ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২১টি ভবন ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।
নাম পরিবর্তনের ক্ষেত্রে রাজনৈতিক ও পারিবারিক প্রভাব দূর করে নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, কিশোরগঞ্জের ইটনা উপজেলার এই কলেজটির নাম পূর্বে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নামে রাখা হয়েছিল। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতিষ্ঠানটি ‘ইটনা সরকারি কলেজ’ নামে পরিচিত হবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com