ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
জুলহাস আহমেদ, বরগুনা: :
প্রকাশিত : ০৭:২৮ এএম, ২৯ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

বরগুনায় দুঃস্থ ও অনগ্রসর মানুষের চিকিৎসা সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী

প্রকাশিত : ০৭:২৮ এএম, ২৯ জুলাই ২০২৫

জুলহাস আহমেদের পাঠানো ছবি

জুলহাস আহমেদ, বরগুনা: :

সামাজিক দায়িত্ববোধ ও মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী প্রাকৃতিক দূর্যোগসহ বিভিন্ন পরিস্থিতিতে উপকূলীয় ও দূর্গম অঞ্চলে নিয়মিতভাবে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় ২৮ জুলাই (সোমবার) কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট নৌ কন্টিনজেন্টসমূহের ব্যবস্থাপনায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে বরগুনা জেলার বামনা উপজেলার আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। 

দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে বামনা উপজেলার স্থানীয় এবং আশপাশের বিভিন্ন এলাকা হতে আগত নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী উল্লেখযোগ্য সংখ্যক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। উক্ত চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও চিকিৎসা প্রদান করা হয়। 

চিকিৎসাসেবা গ্রহণকারীদের মাঝে যথেষ্ট সন্তুষ্টি ও স্বস্তি পরিলক্ষিত হয়। সেবা প্রার্থীরা নৌবাহিনীর এই মহৎ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চিকিৎসা সেবা নিতে আসা করিমন বিবি বলেন, মোরা গ্রামে থাকি এখানে ডাক্তার পাই না। মোরা চিৎকিসার সেবা থেকে বঞ্চিত, তাই নৌবাহিনীর এই সেবা পেয়ে মোগো গরিব মানুষের উপকার হইছে।

বামনা সদরের বাসিন্দা খবির বলেন, মোরা গরিব মানুষ টাহার অভাবে ডাক্তার ঠিক মত দেখাতে পারি না,বাজারে ফার্মেসী দিয়া ঔষুধ কিনে খাই,তবে আজ নৌবাহিনীর কারনে ফ্রি ডাক্তার ও ঔষুধ পেয়ে আমরা অনেক খুশি এরকম ক্যাম্প গরিবদের জন্য দরকার।

বাংলাদেশ নৌবাহিনী তাদের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ইতিপূর্বেও নৌবাহিনী দুর্গম উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে দূর্যোগকালীন সময়ে প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও অসহায় মানুষদের চিকিৎসা সেবা প্রদান করেছে এবং ভবিষ্যতেও বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। চিকিৎসা সেবা প্রদান করেন সার্জন লেঃ কমান্ডার মোঃ মোসাদ্দেকুল ইসলাম।

প্রত্যন্ত অঞ্চলে ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশি এখানকার সেবা প্রার্থীরা। এমন উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি কার্যক্রম অব্যহত রাখার দাবী জানান সাধারণ মানুষ।

স্বাস্থ্য বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার শিরোনাম গণ-অভ্যুত্থানের পর শ্রীলঙ্কার ক্ষমতা নেওয়া রনিল গ্রেপ্তার শিরোনাম উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত শিরোনাম উদ্বোধনের পরদিনই ৯২৫ কোটি টাকার সেতু থেকে ল্যাম্পপোস্টের তার চুরি শিরোনাম এবার আমি একটারেও ছাড়ব না: হাসিনা শিরোনাম চট্টগ্রামের চন্দ্রনাথে মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হয়নি: উপজেলা প্রশাসন