ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:০৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

প্রকাশিত : ১২:০৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫

সাংবাদিক আনিস আলমগীর

নিউজ ডেস্ক :

রোববার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।

তিনি জানান, সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তবে কোন নির্দিষ্ট অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আনিস আলমগীর একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এছাড়া বিভিন্ন সময় টকশোতে দেওয়া তার কিছু মন্তব্যও বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে।

ধারণা করা হচ্ছে, সাইবার স্পেসে তার এসব কর্মকাণ্ড ও বক্তব্যের কারণেই তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com