ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৫
আল ইয়ামিন আবির :
প্রকাশিত : ০২:২৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

৫৫তম মহান বিজয় দিবস আজ

প্রকাশিত : ০২:২৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫
আল ইয়ামিন আবির :

যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ৫৫তম মহান বিজয় দিবস

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ৯ মাসের সশস্ত্র ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। এর মধ্য দিয়ে বাঙালি জাতি অর্জন করে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র এবং লাল-সবুজের পতাকা।

এবারের বিজয় দিবস এসেছে ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশ একটি নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করে। বর্তমান সরকারের আমলে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক ধারায় দেশ এগিয়ে যাবে—এমন প্রত্যাশাই করছে দেশবাসী। সেই প্রেক্ষাপটে এবারের বিজয় দিবস এসেছে গণতন্ত্র ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে।

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন অগণিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে চূড়ান্ত বিজয়।


জাতীয় কর্মসূচি

মহান বিজয় দিবস উপলক্ষে আজ সরকারি ছুটি। প্রত্যুষে ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসহ বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং সন্ধ্যায় গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলো আলোকসজ্জিত করা হবে

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকাল ৬টা ৩৪ মিনিটে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজমের নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করবেন। বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিক, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

বেলা ১১টা থেকে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড শো পরিবেশিত হবে। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ উদ্যোগে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সারাদেশে সশস্ত্র বাহিনীর পাশাপাশি পুলিশ, বিজিবি, আনসার ও বিএনসিসির বাদক দল বাদ্য পরিবেশন করবে


সারাদেশে কর্মসূচি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের সব জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী বিজয়মেলা অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হবে

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বিকেল ৩টা থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের গান পরিবেশিত হবে। একই সময়ে সারাদেশের ৬৪ জেলায় একযোগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবেন নতুন প্রজন্মের শিল্পীরা

বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলাদেশ শিশু একাডেমিসহ বিভিন্ন সংগঠন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করবে

বিকেলে বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি। একই সঙ্গে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ডাক বিভাগ এ উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করবে

দেশের হাসপাতাল, জেলখানা, এতিমখানা, বৃদ্ধাশ্রম ও বিভিন্ন সমাজসেবা প্রতিষ্ঠানে প্রীতিভোজের আয়োজন করা হবে। দেশের শান্তি ও অগ্রগতি কামনায় মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে


রাজনৈতিক দলের কর্মসূচি

মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন পৃথক কর্মসূচি পালন করবে।

বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে—
সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,
সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন,
এবং সকাল সাড়ে ৯টায় জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল

জামায়াতে ইসলামী আজ সকাল ৭টায় সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথনের আয়োজন করবে

এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com