ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৮:৫৭ এএম, ১৪ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

হাদির ওপর হামলাকারীর দুই আইনজীবীই বিএনপিপন্থি

প্রকাশিত : ০৮:৫৭ এএম, ১৪ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের পক্ষে জামিন পিটিশন দায়ের করেছেন আইনজীবী মো. মাহফুজার রহমান। অনলাইন প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’ তাদের ফেসবুক পেজে প্রকাশিত অনুসন্ধানী তথ্যে এ বিষয়টি নিশ্চিত করেছে।

দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়, মো. মাহফুজার রহমান ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠজন এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-আইন সম্পাদক ছিলেন।

নথি যাচাইয়ে মিলেছে পরিচয়

আদালত থেকে ফয়সাল করিম মাসুদের জামিন সংক্রান্ত পিটিশন ও ওকালতনামার কপি সংগ্রহ করে দেখা যায়, সেখানে উল্লিখিত আইনজীবী ‘মো. মাহফুজার রহমান (Md Mahfujar Rahman)’-এর নাম, মোবাইল নম্বর ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ আইডি—সবকিছুই সুপ্রিম কোর্ট বারের ওয়েবসাইটে থাকা একই নামের আইনজীবীর তথ্যের সঙ্গে হুবহু মিলে গেছে।

এছাড়া ফয়সালের জামিনের পক্ষে দাখিল করা এফিডেভিটেও মো. মাহফুজার রহমানের নাম, ছবি, মোবাইল নম্বর ও মেম্বারশিপ আইডি যুক্ত রয়েছে। এফিডেভিটে ব্যবহৃত ছবিটি ‘Md Mahfujar Rahman (Eliyash)’ নামের একটি ফেসবুক প্রোফাইলের ছবির সঙ্গে সম্পূর্ণ মিল পাওয়া গেছে।

আগের বক্তব্যের সঙ্গে অসঙ্গতি

গত শনিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট থেকে নম্বর সংগ্রহ করে দ্য ডিসেন্ট মো. মাহফুজার রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবি করেন, তিনি ফয়সাল করিমের পিটিশনকারী আইনজীবী নন।

একই সঙ্গে তাকে প্রশ্ন করা হয়—জামিন আদেশে থাকা ‘Kaisar Kamal, Advocate’ কি বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল কি না?
জবাবে মাহফুজার রহমান বলেন, “স্যার এত বড় মাপের আইনজীবী, তিনি আমার মতো জুনিয়র আইনজীবীর পক্ষে হায়ার করা সম্ভব না।”

তবে পরদিন আদালত থেকে নথি সংগ্রহের পর দ্য ডিসেন্ট জানায়, তার এই বক্তব্য অসত্য প্রমাণিত হয়েছে।

রাজনৈতিক ঘনিষ্ঠতার প্রমাণ

মাহফুজার রহমানের ফেসবুক প্রোফাইল পর্যালোচনা করে দেখা গেছে, তিনি বিভিন্ন সময়ে ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন এবং তাকে ‘স্যার’ ও ‘প্রিয় অভিভাবক’ বলে উল্লেখ করেছেন।

২০২৪ সালের ১৯ নভেম্বর নিজের ফেসবুকে ব্যারিস্টার কায়সার কামালের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন—

“অভিনন্দন প্রিয় অভিভাবক Barrister Kayser Kamal স্যার। স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সম্মানিত সদস্য। আপনার সফলতা কামনা করছি।”

রোববার সকালে আদালত থেকে সংগৃহীত নথিতে তার নাম ও ছবি থাকার বিষয়ে জানতে চাইলে মাহফুজার রহমান বলেন, তিনি আদালতে আছেন এবং পরে কল দেবেন। তবে আধা ঘণ্টা পর একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

আগের জামিন আদেশ ও বিতর্ক

এর আগে দ্য ডিসেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এস কে তাহসিন আলী—
অ্যাডভোকেট কায়সার কামালঅ্যাডভোকেট মাহফুজুর রহমান-এর আবেদনের পরিপ্রেক্ষিতে ফয়সাল করিম মাসুদকে ৬ মাসের জামিন দেন।

এ নিয়ে ‘অ্যাডভোকেট কায়সার কামাল’-এর রাজনৈতিক পরিচয় ঘিরে বিতর্ক সৃষ্টি হলে দ্য ডিসেন্ট অনুসন্ধান করে জানায়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার্স ডিরেক্টরিতে ‘কায়সার কামাল’ নামে একজনই আইনজীবী রয়েছেন, যিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com