ছবি : সংগৃহীত।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে জড়িয়ে ‘মিথ্যা তথ্য সংবাদ প্রচারের’ অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আজকের কণ্ঠ-এর বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদন করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূইয়া। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়ে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
মামলায় দৈনিক আজকের কণ্ঠ-এর ফেসবুক পেজের অ্যাডমিনসহ অজ্ঞাতনামা সহযোগীদের আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূইয়া।
মামলার আরজিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসরণ করে প্রচারণা চালাচ্ছেন। এই অবস্থায় নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এবং সম্ভাবনাময় প্রার্থীদের কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টার অংশ হিসেবে আসামিরা জেনেশুনে মিথ্যা তথ্য সত্য হিসেবে প্রচার করেছে বলে অভিযোগ করা হয়।
আরজিতে আরও উল্লেখ করা হয়, গত ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার পেছনে পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র থাকতে পারে বলে মামলায় দাবি করা হয় এবং বলা হয়—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকৃত অপরাধী শনাক্তের খুব কাছাকাছি রয়েছে।
এই প্রেক্ষাপটে দৈনিক আজকের কণ্ঠ ও সংশ্লিষ্টরা ১২ ডিসেম্বর বিকেল আনুমানিক ৩টা ২৫ মিনিটে অনলাইন পোর্টালে ‘মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে বিদ্ধ ওসমান হাদি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে, যা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মামলায় অভিযোগ করা হয়।
বাদীপক্ষের দাবি, বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের ব্যক্তিগত চরিত্র ও আচরণ সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করে তার নির্বাচনী সম্ভাবনা ক্ষুণ্ন করাই ছিল এই সংবাদ প্রকাশের উদ্দেশ্য।
মামলার আবেদনে বলা হয়, বাদী ১২ ডিসেম্বর বিকেল ৪টার দিকে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে বসে ওই সংবাদটি দেখতে পান। এরপর আইনগত প্রতিকার চেয়ে আদালতে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে এখনো দৈনিক আজকের কণ্ঠ বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com