ছবি : সংগৃহীত।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় তদন্ত জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলার সঙ্গে একাধিক ব্যক্তি ও চক্র জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো।
শনিবার (১৪ ডিসেম্বর) দিনভর ঘটনাটির সূত্র ধরে মাঠপর্যায়ে তদন্ত চালায় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল এবং কারা এতে জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তির নাম তদন্তে উঠে এসেছে। এর মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের নামও সন্দেহভাজন হিসেবে আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি তদন্ত সংস্থাগুলো।
এদিকে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফয়সাল করিম মাসুদ নামের এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, যিনি নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে পুলিশের দাবি। ফুটেজে মোটরসাইকেলের পেছনে বসে গুলি ছোড়ার দৃশ্যের সঙ্গে তার চেহারার মিল পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে শনিবার রাত পর্যন্ত হামলায় সরাসরি জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
হামলাকারীরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সে জন্য দেশের সব বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগে সতর্কবার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—হামলার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে আতঙ্ক সৃষ্টি করাই চক্রটির উদ্দেশ্য ছিল। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে ঢাকাসহ সারাদেশে নজরদারি ও তল্লাশি কার্যক্রম বাড়ানো হবে। এছাড়া জামিনে মুক্ত থাকা অপরাধ সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
র্যাব ও ডিবি সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, আশপাশের ভিডিওচিত্র ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। প্রয়োজনে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
পুলিশ জানায়, শনিবার রাত পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীতে নির্বাচনী প্রচারণাকালে শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com