ছবি: সংগৃহীত
একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি একটি দলের উদ্দেশ্যে বলেছেন, এই দলটি ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করেনি। তারা দেশের স্বাধীনতা চায়নি, এখনো চায় না।
তিনি আরও বলেন, গোলাম আজমসহ ওর সাঙ্গপাঙ্গরা যদি জাতির সূর্য সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা নিবেদনের পর গণমাধ্যমকে এসব কথা বলেন মির্জা আব্বাস।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তর এবং চব্বিশ যার যার অবস্থানে সমহিমায় তারা বিরাজিত। একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না, হওয়ার কোনো সম্ভাবনাও নাই।তিনি আরও বলেন, বিজয় দিবসে বাংলাদেশের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি দল, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com