আইপিএল ও বিশ্বকাপ ঘিরে আলোচনায় বাংলাদেশ ক্রিকেট
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংশ্লিষ্ট আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে এসেছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপ আয়োজনের নির্ধারিত কিছু ভেন্যু পরিবর্তনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তা, লজিস্টিক প্রস্তুতি এবং সম্প্রচার স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
একই সঙ্গে নির্দিষ্ট কিছু ম্যাচের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সম্প্রচার সংস্থা ও আয়োজকদের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।
এদিকে আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া প্রসঙ্গে ক্রিকেট বিশ্লেষকদের মত, জাতীয় দলের ব্যস্ত সূচি ও ফিটনেস ব্যবস্থাপনার বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিশ্বকাপ আয়োজন ও আন্তর্জাতিক ক্রিকেট সূচি ঘিরে এ ধরনের সিদ্ধান্ত আগামী দিনে আরও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com