ঢাকা, ০৭ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০২:২০ এএম, ০৪ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাব: আইনগত দিক পর্যালোচনা করেই সিদ্ধান্ত হবে—তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ০২:২০ এএম, ০৪ জানুয়ারি ২০২৬

আইপিএল সম্প্রচার ইস্যুতে বক্তব্য দিচ্ছেন তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর সম্প্রচার বন্ধের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত আইনগত ভিত্তি পর্যালোচনার পরই নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি বলেন, প্রস্তাবটি ইতোমধ্যে সরকারের উচ্চপর্যায়ে আলোচনায় রয়েছে।

তথ্য উপদেষ্টা জানান, সম্প্রচার সংক্রান্ত যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে বিদ্যমান আইন, আন্তর্জাতিক চুক্তি এবং সম্প্রচার নীতিমালার সঙ্গে বিষয়টি সামঞ্জস্যপূর্ণ কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত জটিলতা এড়িয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়াই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, গণমাধ্যম ও সম্প্রচার স্বাধীনতার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। একই সঙ্গে জাতীয় স্বার্থ, জনমত ও সাম্প্রতিক প্রেক্ষাপটও আলোচনার অংশ হিসেবে রাখা হচ্ছে।

আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাব ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা বাড়লেও সরকার এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বলে জানান তিনি।

বিশ্লেষকদের মতে, বিষয়টি শুধু ক্রীড়া সম্প্রচার নয়—বরং আন্তর্জাতিক সম্প্রচার নীতি ও কূটনৈতিক বাস্তবতার সঙ্গেও জড়িত। ফলে আইনগত যাচাই শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা কম।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com