পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না গিয়ে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজন করা হলে বাংলাদেশ অংশ নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, নিরাপত্তা নিয়ে আস্থার ঘাটতির কারণেই এ সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশি একজন ক্রিকেটারকে ভারত যথাযথ নিরাপত্তা দিতে পারেনি। যে দেশ একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, সেখানে পুরো ক্রিকেট দল কিংবা বাংলাদেশ থেকে যাওয়া দর্শকদের নিরাপত্তা নিয়ে কীভাবে নিশ্চিন্ত থাকা যায়—সে প্রশ্ন থেকেই যায়।
এমন বাস্তবতায় ভারতে গিয়ে খেলার পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজন করা হলে বাংলাদেশ অংশগ্রহণ করবে।
সাম্প্রতিক সময়ে আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুধু ভারতে দল না পাঠানো নয়, টুর্নামেন্টের ভেন্যু শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবিও আইসিসির কাছে জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com