মশিউর রহমান চন্দন পাঠানো
কিশোরগঞ্জে বাংলাদেশের জাতীয় ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে এবং ভারতে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) দুপুর দুইটার দিকে কিশোরগঞ্জের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন শাপলা চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশগ্রহণকারীদের ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত ছাত্র ঐক্য, কিশোরগঞ্জ।
সমাবেশে বক্তারা বলেন, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে রাজনৈতিক চাপের কারণে কেকেআর মুস্তাফিজুরকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটারের প্রতি অবমাননাকর।
বক্তারা আরও জানান, গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে কেকেআর মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায়। তবে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ভারতে সৃষ্ট রাজনৈতিক চাপের পর বিসিসিআই কেকেআরকে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এই সিদ্ধান্তকে “উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার” বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার কিংবা দেশের অপমান কোনোভাবেই সহ্য করা হবে না। একই সঙ্গে তিনি বাংলাদেশে আইপিএল ম্যাচ সম্প্রচার বন্ধ করার জন্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
এছাড়া আসিফ নজরুল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে ভারতে নির্ধারিত ম্যাচগুলোর ভেন্যু শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবিতে আইসিসিকে চিঠি দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার ঘটনা শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি এখন রাজনৈতিক ও কূটনৈতিক ইস্যুতে রূপ নিয়েছে। তারা অবিলম্বে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানানো এবং আইপিএল সম্প্রচার বন্ধের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com