মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ আর সোহাগ সরকারের মো. আমিনুল ইসলাম খোকনের পিতার আত্মার মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয়।
মাওলানা মোহাম্মাদ শরিফুল ইসলাম কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। এছাড়া তিনি রমজান মাসের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি দাতো শ্রী জালাল উদ্দিন সেলিম। তিনি বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস। একদিন আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই শুধু রমজান নয়, প্রতিদিনই আমাদের সংযমী হতে হবে, বিনয়ী হতে হবে।
আরও উপস্থিত ছিলেন- বাংলা কমিউনিটির রাশেদ বাদল, দাতো আব্দুল রউফ লিটন (সভাপতি-বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া), এম এম মামুন অর রশিদ, (সহ-সভাপতি, মালয়েশিয়া আওয়ামী লীগ), সাখাওয়াত হক জোসেফ (সাংগঠনিক সম্পাদক), আওয়ামী লীগ নেতা শেখ জহির, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম সিরাজ, মো. জাকির, মো. কামাল, তানভীর আহমেদ প্রমুখ।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com