মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল
স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) রাজধানী মালের আহমেদিয়া স্কুলে অডিটোরিয়ামে প্রবাসীদের নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান, বিএনপি মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন আহমদ শাহীন (যুক্তরাজ্য), মো. সেলিম হোসেন (সুইজারল্যান্ড), আসলাম ফকির লিটন (ফিনল্যান্ড), মোস্তাফিজুর রহমান জাহিন (সিঙ্গাপুর)।
এতে স্বেচ্ছাসেবক দলের মালদ্বীপ শাখার ৩৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সদস্য সচিব মো. নুরনবী মানিক ও মো. মাহফুজুর রহমানের সঞ্চালনায় নবগঠিত কমিটির আহ্বায়ক মো. মাসুম মুন্না অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সহ-সভাপতি মো. বাবুল হোসেন, মো. শাহআলম, মো. আলতাব হোসেন, মোহাম্মদ ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হারুন প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনায় এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com