ঢাকা, ০৩ মে, ২০২৫
মানিক মিয়া :
প্রকাশিত : ০২:৫৬ এএম, ১৩ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা নিয়ে ডিএমপির নির্দেশনা

প্রকাশিত : ০২:৫৬ এএম, ১৩ এপ্রিল ২০২৫

ছবি : সংগৃহীত

মানিক মিয়া :

আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এজন্য বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ইউটার্ন করে টিএসসি মোড় হয়ে শিববাড়ী ক্রসিং রোমানা ক্রসিং দিয়ে দোয়েল চত্বর ঘুরে টিএসসি মোড় চারুকলা বিভাগে এসে শেষ হবে।

আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণে ইচ্ছুকদের রুট—
১. ইন্টারকন্টিনেন্টাল হোটেল হতে শাহবাগ মোড় হতে ডানে গিয়ে কাঁটাবন ক্রসিং হয়ে নীলক্ষেত মোড় দিয়ে ভিসি বাংলো মোড়ে যোগ দিতে পারবেন।

২. নিউমার্কেট দিয়ে আসা লোকজন নীলক্ষেত হয়ে ভিসি বাংলো মোড়ে সংযুক্ত হতে পারবেন।

৩. পলাশী দিয়ে আসা লোকজন পলাশী হয়ে নীলক্ষেত মোড় হতে ডানে গিয়ে ভিসি বাংলো মোড়ে যোগদান করতে করবেন।
৪. চাঁনখারপুল ও বকশী বাজার হয়ে আসা লোকজন পলাশী মোড় হয়ে নীলক্ষেত থেকে ডানে মোড় নিয়ে ডিসি বাংলো মোড়ে যোগদান করতে পারবেন।

ডিএমপির নির্দেশনায় আরও বলা হয়, পহেলা বৈশাখের উৎসব সার্বজনীন উৎসব। এই উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে ডিএমপি।

এর আগে, পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গত বুধবার ঢাকা মহানগর এলাকায় বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, প্রতিবছরের ন্যায় এবারো পহেলা বৈশাখে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের অনুষ্ঠান পালন করা হবে। পহেলা বৈশাখ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা নিয়েছে ডিএমপি।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম শরীরে বোমা বেঁধে পাকিস্তানে হামলা চালাতে যাবেন ভারতের মন্ত্রী শিরোনাম কেনো পোপের পোশাকে নিজের ছবি শেয়ার করলেন ট্রাম্প? শিরোনাম দোয়ারাবাজারে যুবলীগ নেতার অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে আওয়ামীলীগের নেতাকর্মীদের প্রতিবাদ, নিরব প্রশাসন শিরোনাম বাকৃবিতে পাঁচ আবাসিক হলের মিলনস্থলে অবস্থিত লেকে দৃষ্টিনন্দন ঘাটের উদ্বোধন শিরোনাম আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল  শিরোনাম প্রথমবারের মতো বাকৃবির শাহজালাল হলে জিমনেসিয়ামের উদ্বোধন