ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫
মোঃ রাশেদুল ইসলাম , কুড়িগ্রাম উওর প্রতিনিধি :
প্রকাশিত : ১১:৫০ এএম, ০১ মে ২০২৫
Digital Solutions Ltd

কচাকাটায় ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস -২০২৫ পালিত

প্রকাশিত : ১১:৫০ এএম, ০১ মে ২০২৫

কচাকাটায় ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস -২০২৫ পালিত

মোঃ রাশেদুল ইসলাম , কুড়িগ্রাম উওর প্রতিনিধি :

কচাকাটায় ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস -২০২৫ পালিত
দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ” শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে কচাকাটায় রিক্সা – ভ্যান ট্রেড শ্রমিক ইউনিয়ন (যার রেজিঃ নং র-২৭) ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ পালন করেছে।

বৃহস্পতিবার (১লা মে) সকালে কচাকাটায় রিক্সা – ভ্যান ট্রেড শ্রমিক ইউনিয়নের আয়োজনে দিবসের বিভিন্ন কার্যক্রমের মধ্যে ছিলো কচাকাটা কলেজ মাঠ হতে একটি র‌্যালী শুরু হয়ে কচাকাটার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে এসে প্রধান কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কচাকাটায় রিক্সা – ভ্যান ট্রেড শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ শাহাবুল আলমের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাওলানা মোঃ এনামুল হক, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কচাকাটা থানা শাখা, মোঃ নাজমুল আলম, অফিসার ইনচার্জ, কচাকাটা থানা, মোঃ ওয়াজেদুল কবির রাশেদ, চেয়ারম্যান, ১৪নং কেদার ইউনিয়ন এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান উপদেষ্টা বলেন, ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য ও দৈনিক (সর্বোচ্চ) আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্নত্যাগ করেছেন —তাদের সেই আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

তিনি আরো বলেন, মে দিবসের মাধ্যমে বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের জীবনে যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়, তার ফলে ধীরে ধীরে লোপ পেতে শুরু করে সামাজিক শ্রেণি-বৈষম্য।

বক্তরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে শ্রম অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব এবং একটি শ্রম সংস্কার কমিশন গঠন করার আহ্বান জানান। এ সময় সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com