শাহজাদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ! আটক ১
সিরাজগঞ্জের শাহজাদপুরে আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে ঘাসের জমিতে নিয়ে ৭ বছর বয়সী ১ম শ্রণী পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ৩৫ বছর বয়সী আব্দুর রহমান নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ একজনকে আটক করেছে।
জানা যায়, শনিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরা চিথুলিয়া গ্রামের আব্দুর রহমান নামের এক ব্যক্তি আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে ৭ বছর বয়সী প্রথম শ্রণী পড়ুয়া এক শিশুকে ডেকে নিয়ে যায়। পরে নির্জন একটি ঘাসের জমিতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকার করলে হেকমত মোল্লা নামের এক কৃষক এগিয়ে গেলে ধর্ষক রহমান দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঐদিন রাতেই শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বড় বোন জানায়, ইতোপূর্বে অভিযুক্ত আব্দুর রহমান তাকেও টাকার লোভ দেখিয়ে অশালীন প্রস্তাব দিয়েছে। কিন্তু সে রাজি না হওয়ায় তার অবুঝ বোনের সাথে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ভুক্তভোগী শিশুটিকে নিয়ে আসলে এখানে গাইনি বিশেষজ্ঞ না থাকায় তাৎক্ষণিক তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয়রা জানান, আব্দুর রহমান এর আগেও প্রতিবেশী অনেকের শ্লীলতাহানিসহ অনেক ঘটনা ঘটিয়েছে। প্রত্যেকবারই অর্থের জোড় এবং ক্ষমতার দাপট দেখিয়ে পাড় পেয়ে যায়। এবার শিশু নির্যাতন করায় যেন সর্বোচ্চ শাস্তি পায় সেই দাবী জানান এলাকাবাসী।
শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com