ঢাকা কলেজে নবীন শিক্ষার্থীদের সিট বরাদ্দের দাবিতে ৭ দফা স্মারকলিপি
ঢাকা কলেজে নবীন শিক্ষার্থীদের জন্য সিট বরাদ্দের দাবিতে কলেজ প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। গ্র্যাজুয়েশন সম্পন্ন ও একাডেমিক গ্যাপে থাকা শিক্ষার্থীদের সিট বাতিল করে নবীনদের সিট বরাদ্দের দাবি জানানো হয় স্মারকলিপিতে।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার এবং হল কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক আনোয়ার মাহমুদের কাছে স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রকিব।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, বর্তমানে হলগুলোর অধিকাংশ সিট দখল করে আছেন এমন শিক্ষার্থীরা, যারা ইতোমধ্যে একাডেমিক মেয়াদ শেষ করেছেন অথবা একাডেমিক গ্যাপে রয়েছেন। এতে করে চলমান শিক্ষাবর্ষের অনেক শিক্ষার্থী সিট না পেয়ে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে পারছেন না।
স্মারকলিপিতে শিক্ষার্থীদের উত্থাপিত সাত দফা দাবি হলো:
১. একাডেমিক গ্যাপে থাকা শিক্ষার্থীদের সিট অবিলম্বে বাতিল করে নতুন শিক্ষার্থীদের মধ্যে বরাদ্দ দিতে হবে।
২. গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীদের সিট বাতিল করতে হবে এবং হল ত্যাগ নিশ্চিত করতে হবে।
৩. হল প্রশাসনের তত্ত্বাবধানে স্বচ্ছ ও নিরপেক্ষ তালিকা প্রণয়ন করে চলমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে সিট বরাদ্দ দিতে হবে।
৪. যেসব শিক্ষার্থীর সেশন অনেক আগে শেষ হয়েছে অথচ হলের সিট দখল করে আছেন, তাদের সিট বাতিল করতে হবে।
৫. রাজনৈতিকভাবে সিট দখল করে থাকা শিক্ষার্থীদের সিট বাতিল করতে হবে, যাতে নতুন শিক্ষার্থীরা ভোগান্তির শিকার না হন।
৬. অবৈধভাবে হলে অবস্থানকারী শিক্ষার্থীদের সিট বাতিলের কার্যকর ব্যবস্থা নিতে হবে।
7. দীর্ঘদিন ধরে আশ্বাস দিয়েও সমাধান না হওয়ায় যেসব শিক্ষার্থী সিট সংকটে ভুগছেন, তাদের দ্রুত সিট বরাদ্দ নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা স্মারকলিপিতে আরো উল্লেখ করেন, দীর্ঘদিন অপেক্ষার পরও নতুন শিক্ষাবর্ষের অনেক শিক্ষার্থী সিট না পেয়ে কষ্টকর পরিস্থিতির মধ্যে পড়েছেন। তাই দ্রুত প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com