ঢাকা, ০৩ মে, ২০২৫
ঢাকা কলেজ প্রতিনিধি  :
প্রকাশিত : ১০:২৬ এএম, ২৮ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

ঢাকা কলেজে শহীদ রুমী সংসদের উদ্যোগে  আগ্রাসনবিরোধী গান ও কবিতা অনুষ্ঠিত হয়েছে 

প্রকাশিত : ১০:২৬ এএম, ২৮ এপ্রিল ২০২৫

ঢাকা কলেজে শহীদ রুমী সংসদের উদ্যোগে  আগ্রাসনবিরোধী গান ও কবিতা অনুষ্ঠিত হয়েছে 

ঢাকা কলেজ প্রতিনিধি  :

ঢাকা কলেজ শহীদ রুমী সংসদের আয়োজনে অনুষ্ঠিত হলো আগ্রাসনবিরোধী গান ও কবিতার বিশেষ আয়োজন।

 সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে দেশ-বিদেশের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী সুর ও কবিতায় মুখরিত হয় পুরো মিলনায়তন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দ্য কমরেডস ব্যান্ডসহ অন্যান্য শিল্পীরা। তাঁদের কণ্ঠে উঠে আসে নিপীড়নবিরোধী সংগ্রামের বার্তা এবং মানবিক মুক্তির আহ্বান। আবৃত্তিকাররা পাঠ করেন মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বিশ্বব্যাপী নিপীড়িত জাতিগোষ্ঠীর প্রতি সংহতিমূলক কবিতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীন সুলতানা হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট মানজুর আল মতিন, চিন্তক ও সংগীতশিল্পী অরুপ রাহী, কবি অয়ন শাহ, সৈকত আমিন ও জাহিদ জগৎ। আরও উপস্থিত ছিলেন কবি ও রাজনৈতিক কর্মী রাশেদ শাহরিয়ার, সাংস্কৃতিক কর্মী সুস্মিতা রায় সুপ্তি, সংগীতশিল্পী অনিন্দ্য বিশ্বাস, ইলালালালা ও তুহিন কান্তি দাস।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মানজুর আল মতিন বলেন, “আজ আমরা একত্রিত হয়েছি বৃহত্তর ঐক্যের সন্ধানে। আমাদের সংগ্রাম এবং শত্রুর প্রকৃতি অভিন্ন। ফিলিস্তিন, সিরিয়া, ল্যাটিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের জনগণের সঙ্গে আমাদের একই রকম অভিজ্ঞতা ও যন্ত্রণা। আমাদের শত্রুরা যেমন গোপনে ঐক্যবদ্ধভাবে কাজ করছে, তেমনি আমাদেরও প্রয়োজন সুসংগঠিত ঐক্য।”

অনুষ্ঠানের পুরোটা জুড়ে ছিল প্রতিবাদের ছন্দ, প্রতিরোধের সুর এবং মুক্তির প্রত্যয়। আয়োজকরা জানান, আগ্রাসনবিরোধী এই সাংস্কৃতিক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম দোয়ারাবাজারে যুবলীগ নেতার অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে আওয়ামীলীগের নেতাকর্মীদের প্রতিবাদ, নিরব প্রশাসন শিরোনাম বাকৃবিতে পাঁচ আবাসিক হলের মিলনস্থলে অবস্থিত লেকে দৃষ্টিনন্দন ঘাটের উদ্বোধন শিরোনাম আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল  শিরোনাম প্রথমবারের মতো বাকৃবির শাহজালাল হলে জিমনেসিয়ামের উদ্বোধন  শিরোনাম স্ত্রীর স্বীকৃতির দাবিতে জামায়াত নেতার বাড়িতে মামাত বোনের অনশন শিরোনাম আবরার হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ: মৃত্যুদণ্ড ২০, যাবজ্জীবন পাঁচ