ঢাকা, ০৩ মে, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২৮ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২৮ এপ্রিল ২০২৫

পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা

নিউজ ডেস্ক :

পটুয়াখালীর কুয়াকাটায় এক পর্যটককে মারধর করে ২৩ হাজার ৯০০ টাকা ছিনিয়ে নিয়ে গেলেন যুবদল, শ্রমিক দল ও মৎস্যজীবী দলের নেতারা। গতকাল রবিবার রাতে কুয়াকাটার আবাসিক হোটেল ‘আপন ভুবনে’ এ ঘটনা ঘটে। কুয়াকাটা পৌর শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি জসিম মৃধা, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবু সালেহ ও ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবু বকরের নেতৃত্বে ওই পর্যটককে মারধর করা হয়।

ভুক্তভোগী পর্যটক জানান, গত ১৭ এপ্রিল আবাসিক হোটেল আপন ভুবনে ওঠেন তিনি। পরিবারের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে ঘুরতে আসায় মন খারাপ থাকায় রবিবার রাতে ১০০ টাকা দিয়ে এক ভ্যানচালককে গাঁজা আনতে পাঠান। কিছুক্ষণ পর ভ্যানচালক তার হাতে গাঁজা দেওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি নেতাদের সহযোগী আল-আমিন, মোস্তাফিজ ও বেল্লালসহ আরও দুজন তাকে মারধর শুরু করেন। পরে পৌর শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি জসিম মৃধা, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবু সালেহ ও ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবু বকর ওই পর্যটকে হোটেলের রিসিপশনে নিয়ে আবারও মারধর করেন।

 

একপর্যায়ে তারা পর্যটকের হোটেল কক্ষে গিয়ে ২২ হাজার টাকা ব্যাগ থেকে বের করে নেন। সেইসঙ্গে তার দুটি মোবাইল ছিনিয়ে নিয়ে যান। আবু সালেহ টাকা নিয়ে ওয়ার্ড যুবদল নেতা আবু বকরকে দেন। পরে পর্যটকের দুটি মোবাইল ফিরিয়ে দিলেও টাকাগুলো নিয়ে হোটেল ত্যাগ করেন তারা। এ খবর জানাজানি হলে হোটেলের পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

হোটেল ম্যানেজার মিজানুর রহমান বলেন, ‘রবিবার গভীর রাতে হোটেলের সামনে চিৎকার শুনে গিয়ে দেখি এক পর্যটককে মারধর করছেন বিএনপির নেতাকর্মীরা। আমি তাদের হোটেলের রিসিপশনে এসে বিষয়টি সমাধানের জন্য অনুরোধ করি। কিন্তু রিসিপশনে এনে আবারও পর্যটককে মারধর করেন এবং তার কক্ষে ঢুকে ২৩ হাজার ৯০০ টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নেন। পরে মোবাইল ফেরত দিলেও টাকা নিয়ে চলে যান তারা।’

হোটেল কক্ষে আমার ব্যাগে ২২ হাজার টাকা ছিল। প্যান্টের পকেটে ছিল এক হাজার ৯০০ টাকা। সব টাকা জোর করে ছিনিয়ে নিয়ে যান বিএনপির নেতাকর্মীরা। এ অবস্থায় রাতে আমাকে না খেয়ে থাকতে হয়েছে। কারণ আমার কাছে কোনও টাকা ছিল না। সোমবার বিষয়টি জানাজানি হলে ওই নেতারা আমাকে ১০ হাজার টাকা ফেরত দিয়েছেন, বাকি টাকা দেননি।’

 

এ বিষয়ে অভিযুক্ত কুয়াকাটা পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবু সালেহ বলেন, ‘ওই ঘটনার সঙ্গে আমি জড়িত নই। হোটেল ম্যানেজার ওই পর্যটকের ২২ হাজার টাকা আমার কাছে দিয়েছেন। আমি টাকাগুলো ওয়ার্ড যুবদলের নেতা আবু বকরের কাছে দিয়েছি। পরে কী হয়েছে, তা আমি জানি না।’

ওয়ার্ড যুবদলের নেতা আবু বকর  বলেন, ‘আমি আবু সালেহের কাছ থেকে ২২ হাজার টাকা নিয়েছিলাম। পরবর্তীতে ওই পর্যটককে ১০ হাজার টাকা ফেরত দিয়ে চলে এসেছি।’

এদিকে, হোটেল কক্ষে বসে শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি জসিম মৃধাকে পুলিশ বলে পরিচয় দিয়েছেন তাদের নেতাকর্মীরা, এমনটি জানিয়েছেন ভুক্তভোগী পর্যটক।

 

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম শরীরে বোমা বেঁধে পাকিস্তানে হামলা চালাতে যাবেন ভারতের মন্ত্রী শিরোনাম কেনো পোপের পোশাকে নিজের ছবি শেয়ার করলেন ট্রাম্প? শিরোনাম দোয়ারাবাজারে যুবলীগ নেতার অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে আওয়ামীলীগের নেতাকর্মীদের প্রতিবাদ, নিরব প্রশাসন শিরোনাম বাকৃবিতে পাঁচ আবাসিক হলের মিলনস্থলে অবস্থিত লেকে দৃষ্টিনন্দন ঘাটের উদ্বোধন শিরোনাম আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল  শিরোনাম প্রথমবারের মতো বাকৃবির শাহজালাল হলে জিমনেসিয়ামের উদ্বোধন