পাকিস্তান মুসলিম লীগ-এনের নেতা কামরান সাঈদ উসমানীর বক্তব্যের ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্র
ভারত বাংলাদেশে আগ্রাসী হলে জবাব দেবে পাকিস্তান— মুসলিম লীগ-এন নেতার হুঁশিয়ারি
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-এন (পিএমএল-এন)-এর এক নেতা ভারতকে প্রকাশ্য হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ভারত যদি বাংলাদেশে কোনো ধরনের আগ্রাসী বা ক্ষতিকর উদ্দেশ্যে পদক্ষেপ নেয়, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তার জবাব দেওয়া হবে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে জানানো হয়, কামরান সাঈদ উসমানী নামের ওই নেতা একই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বানও জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় কামরান সাঈদ উসমানী বলেন, “ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে বা কোনো খারাপ উদ্দেশ্যে বাংলাদেশের দিকে তাকানোর সাহস দেখায়, তাহলে মনে রাখা উচিত—পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী এবং আমাদের মিসাইল খুব বেশি দূরে নয়।”
তিনি আরও বলেন, বাংলাদেশে যদি ভারত তথাকথিত ‘অখণ্ড ভারত’ ভাবধারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে পাকিস্তান তা কোনোভাবেই মেনে নেবে না।
উসমানীর দাবি, অতীতেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও একই ধরনের পদক্ষেপ নিতে পিছপা হবে না। তিনি অভিযোগ করেন, সীমান্ত এলাকায় বিএসএফের মাধ্যমে বাংলাদেশকে হয়রানি করা হচ্ছে এবং বাংলাদেশকে একটি হিন্দু রাষ্ট্রে রূপান্তরের চেষ্টা চলছে।
এ সময় তিনি প্রস্তাব দেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক জোট গঠন করা উচিত। তার মতে, উভয় দেশে একে অপরের সামরিক ঘাঁটি স্থাপন করা হলে দুই দেশের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হবে।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এমন কোনো সামরিক জোট গঠিত হলে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com