বাংলাদেশ সফরকালে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া। তিনি জানান, পারস্পরিক আস্থা, সম্মান ও সহযোগিতার ভিত্তিতেই বাংলাদেশ–ভারত সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত।
ঢাকায় এক অনুষ্ঠানে বক্তব্যকালে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। ভৌগোলিক অবস্থান, ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মৃতি ও সাংস্কৃতিক বন্ধন দুই দেশকে নিবিড়ভাবে যুক্ত করেছে।
তিনি আরও বলেন, আঞ্চলিক শান্তি ও উন্নয়নের জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক অত্যন্ত জরুরি। সেই বিবেচনা থেকেই বাংলাদেশ সফরে এসে সৌহার্দ্য ও সহযোগিতার বার্তাই তিনি তুলে ধরেছেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরকালে বাণিজ্য, যোগাযোগ, বিদ্যুৎ, নিরাপত্তা ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।
জয়শঙ্কর আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কেবল কূটনৈতিক পর্যায়েই সীমাবদ্ধ থাকবে না, বরং অর্থনৈতিক ও জনমানুষের সম্পর্কের দিক থেকেও আরও গভীর হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক বাস্তবতায় জয়শঙ্করের এই বক্তব্য দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা ও স্থিতিশীলতার প্রতিফলন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com