জুলাই যোদ্ধা তাহরিমার বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন আম্মার।
সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, মামলা বাণিজ্য ও প্রতারণাসহ একাধিক অভিযোগে গাজীপুরে গ্রেপ্তার হয়েছেন তাহরিমা জান্নাত সুরভী (২১)। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে ওঠা ৫০ কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ নিয়ে প্রকাশ্যে পাঁচটি প্রশ্ন তুলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জিএস সালাউদ্দিন আম্মার।
এক ফেসবুক পোস্টে তাহরিমার ছবি শেয়ার করে আম্মার লেখেন, ৫০ কোটি টাকার মতো বড় অঙ্কের অভিযোগ স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দেয়। তিনি লেখেন, যেখানে দেশে হাজার হাজার কোটি টাকা লুটের অভিযোগ কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকে, সেখানে জুলাই আন্দোলনে সক্রিয় এক তরুণীর বিরুদ্ধে হঠাৎ করে এমন অঙ্কের অভিযোগ আদৌ বিচারিক অনুসন্ধানের ফল কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন।
পোস্টে তিনি প্রশ্ন তোলেন—৫০ কোটি টাকার লেনদেনের কোনো নির্দিষ্ট প্রমাণ আছে কি না। ব্যাংক ট্রান্সফার, মোবাইল ফিন্যান্সিয়াল ট্রেইল কিংবা সাক্ষীর তথ্য কোথায়—নাকি কেবল অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার ও কারাবাস?
আম্মার আরও বলেন, একদিকে চাঁদাবাজির অভিযোগ, অন্যদিকে রাষ্ট্রবিরোধী ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রসঙ্গ—এই দুই ধরনের অভিযোগ একসঙ্গে আনার পেছনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, যদি মূল অভিযোগ চাঁদাবাজি হয়, তবে মতপ্রকাশের বিষয়টি টেনে আনার প্রয়োজন কেন, আর যদি বক্তব্যই অপরাধ হয়, তাহলে চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ যুক্ত করার যৌক্তিকতা কী।
তিনি সতর্ক করে বলেন, প্রমাণের আগে অভিযোগকেই যদি শাস্তির সমান করে দেখা হয়, তবে সেটি একটি বিপজ্জনক নজির তৈরি করে। তার মতে, প্রশ্ন তোলা অপরাধ নয়; বরং নীরবতাই ভবিষ্যতে আরও বড় সমস্যার জন্ম দিতে পারে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে এবং জুলাই গণআন্দোলনে সক্রিয় ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিতেন।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি। মামলার বাদী সাংবাদিক নাইমুর রহমান (দুর্জয়)। অভিযোগে বলা হয়েছে, অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ, ভয়ভীতি প্রদর্শন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেলিং কার্যক্রমে জড়িত ছিলেন তাহরিমা। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com