মাদক পাচার ইস্যুতে কলোম্বিয়ার প্রেসিডেন্টকে ঘিরে ট্রাম্পের কড়া মন্তব্য
কলোম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বক্তব্যে তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে কলোম্বিয়ার প্রেসিডেন্ট ক্ষমতায় বেশিদিন টিকে থাকতে পারবেন না।
ট্রাম্প অভিযোগ করেন, কলোম্বিয়া সরকার মাদক পাচার দমনে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। এ প্রসঙ্গে তিনি দেশটির প্রেসিডেন্টকে কার্যত মাদক কারবারিদের মতো আচরণ করছেন বলে মন্তব্য করেন, যা কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
তিনি বলেন, কলোম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ বেড়েই চলেছে, অথচ দেশটির নেতৃত্ব এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। ট্রাম্পের মতে, এই ব্যর্থতার দায় সরাসরি প্রেসিডেন্ট পেত্রোর ওপর বর্তায়।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে শক্ত অবস্থান দেখাতে গিয়ে ট্রাম্প আবারও কঠোর পররাষ্ট্রনীতি ও আক্রমণাত্মক বক্তব্যের পথ বেছে নিয়েছেন। লাতিন আমেরিকার বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে কলোম্বিয়া সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগেও প্রেসিডেন্ট পেত্রো যুক্তরাষ্ট্রের মাদকনীতি ও একতরফা চাপের সমালোচনা করেছেন।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক কর্মকাণ্ডে বরাবরই মাদক, সীমান্ত নিরাপত্তা ও লাতিন আমেরিকা ইস্যুকে গুরুত্ব দিয়ে বক্তব্য দিয়ে আসছেন। কলোম্বিয়ার প্রেসিডেন্টকে নিয়ে সাম্প্রতিক এই মন্তব্য সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com