আইপিএলে খেলোয়াড় হিসেবে সুযোগ না পাওয়ায় বাংলাদেশি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান।
ভারতের ক্রিকেট বোর্ড (BCCI) আইপিএল ২০২৬-এর জন্য বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত না করার নির্দেশ দিয়েছে। বোর্ড সূত্রে জানা গেছে, মুস্তাফিজকে বিশেষ কারণে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত সম্ভবত স্ট্র্যাটেজিক কারণে নেওয়া হয়েছে। যদিও মুস্তাফিজের পারফরম্যান্স গত মরশুমে প্রশংসনীয় ছিল, তবুও বোর্ডের এই পদক্ষেপ দলের সমন্বয় এবং পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
মুস্তাফিজ নিজে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে তার ভারত সফর এবং অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণে কোনো প্রভাব পড়বে কি না তা সমালোচকদের নজরকাড়ছে।
আইপিএল সূত্রে জানা গেছে, দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে সমন্বয় ও কৌশলগত বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বোর্ড তা প্রযোজ্য মনে করছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com