ঢাকা, ০৩ মে, ২০২৫
বাকৃবি প্রতিনিধি: :
প্রকাশিত : ১১:৫৮ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
Digital Solutions Ltd

বাকৃবির ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ সনদ পেলেন ১৯১ শিক্ষার্থী

প্রকাশিত : ১১:৫৮ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বাকৃবির ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ সনদ পেলেন ১৯১ শিক্ষার্থী

বাকৃবি প্রতিনিধি: :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৫৮তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সমাপনী এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ভেটেরিনারি অনুষদের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় ইন্টার্নশিপ সম্পন্নকারী ৫৮তম ব্যাচের ১৯১ জন শিক্ষার্থীকে সনদপত্র বিতরণ করা হয়, যাদের মধ্যে ১৫ জন বিদেশি শিক্ষার্থী।

অনুষ্ঠানে বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান, বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রশাসন শাখার পরিচালক ডা. মো. বয়জার রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর এগ্রোভেট ডিভিশনের সিনিয়র ম্যানেজার রুবাইয়াত নূরুল হাসান। এছাড়া অনুষ্ঠান আয়োজন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আজিমুন নাহারসহ অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “ভেটেরিনারি শিক্ষার্থীদের মাঠপর্যায়ে অভিজ্ঞতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ইন্টার্নশিপ তাদের বাস্তব সমস্যার সমাধান ও রোগ নির্ণয়ের দক্ষতা বাড়াতে সহায়তা করবে। আধুনিক পশুচিকিৎসায় গবেষণা ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি নৈতিকতা ও দায়িত্ববোধ বজায় রেখে কাজ করতে হবে।”

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, “ইন্টার্নশিপ শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বাড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ। শিক্ষার্থীদের নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানাই, যাতে তারা ভবিষ্যতে দেশের প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

শিক্ষার্থী সাক্ষ্যজিত সাহা পারিজাত বলেন, “ভেটেরিনারি শিক্ষা একটি টেকনিক্যাল শিক্ষা। পূর্ণাঙ্গ জ্ঞান অর্জনের জন্য ইন্টার্নশিপের বিকল্প নেই। আমাদের তাত্ত্বিক জ্ঞানের পরিপূর্ণতার জন্য আমরা ইন্টার্নশিপ করে থাকি। আমরা ২১তম ইন্টার্নশিপ ব্যাচের শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করেছি। ইন্টার্নশিপে আমরা মিশ্র অনুভূতির সম্মুখীন হয়েছি। অনেক ফিল্ড লেভেলের জ্ঞান আমরা অর্জন করেছি। বর্তমান সময়ে ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধি করা এবং ইন্টার্নশিপ ৬ মাস থেকে বাড়িয়ে ১ বছর করা আমাদের সময়ের দাবি।”

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম শরীরে বোমা বেঁধে পাকিস্তানে হামলা চালাতে যাবেন ভারতের মন্ত্রী শিরোনাম কেনো পোপের পোশাকে নিজের ছবি শেয়ার করলেন ট্রাম্প? শিরোনাম দোয়ারাবাজারে যুবলীগ নেতার অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে আওয়ামীলীগের নেতাকর্মীদের প্রতিবাদ, নিরব প্রশাসন শিরোনাম বাকৃবিতে পাঁচ আবাসিক হলের মিলনস্থলে অবস্থিত লেকে দৃষ্টিনন্দন ঘাটের উদ্বোধন শিরোনাম আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল  শিরোনাম প্রথমবারের মতো বাকৃবির শাহজালাল হলে জিমনেসিয়ামের উদ্বোধন