সঠিকভাবে জাকাত আদায় এবং বিতরণ করা গেলে ৫ বছর পর দেশে জাকাত নেওয়ার লোক পাওয়া যাবে না: মুহাঃ রবিউল বাশার
‘আমরা এমনভাবে জাকাত আদায় করব যাতে মানুষের অবস্থার পরিবর্তন হয়। জাকাতের সঠিক ব্যবহার না থাকায় সমাজের কিছু লোক সবকিছু খেয়ে একেবারে ধনী হয়ে যাচ্ছে, উলটো দিকে কেউ একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। মাঝে কিছু মানুষ থেকে যাচ্ছে, যারা তাদের কষ্টের কথাও কাউকে বলতে পারেন না। এজন্য সবাইকে ইসলামের বিধান মেনে জাকাত আদায় করতে হবে।’ সাতক্ষীরার দেবহাটায় জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলার সাবেক আমীর মুফতি মুহাদ্দিস রবিউল বাশার এসব কথা বলেন।
সোমবার (১০ মার্চ) বিকাল সাড়ে ৫টায় দেবহাটার সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে উপজেলা জামায়াত আয়োজিত এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম'র সভাপতিত্বে ও সেক্রেটারী এইচ এম ইমদাদুল হকের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহ—সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, কর্ম পরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল। এসম অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের সহ—সেক্রেটারী সোলায়মান হোসাইন, আব্দুল গফুর সরদার, কর্ম পরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আব্দুল ওহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা শামসুল আরিফ, জিয়াউর রহমান, মাওলানা আনোয়ারুল ইসলাম সহ উপজেলা ইউনিট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আমীর বলেন, ‘দেশের এক গবেষণা অনুযায়ী, সঠিকভাবে জাকাত আদায় এবং বিতরণ করা গেলে ছয় থেকে সাত বছরের মধ্যে বাংলাদেশের সব মানুষ স্বাবলম্বী হতে পারবে। কিন্তু স্বাধীনতার পর ৫৬ বছর চলে গেছে, এখনো দেশের মানুষ স্বাবলম্বী হতে পারেনি।’
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com