কিশোরগঞ্জের ইটনায় এক হিন্দু যুবক ইসলাম ধর্ম গ্রহন করেছেন।
কিশোরগঞ্জের ইটনায় উপজেলায় হিন্দু ক্ষুদিরাম(৪১) নামে এক যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন , বর্তমানে তার নতুন নাম রাখা হয়েছে, আবদুল্লাহ আল খিদির।
উপজেলার সদর ইউনিয়নের বেতেগা গ্ৰামের হিমাংশু চন্দ্র সেনের ছেলে ক্ষুদিরাম, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম রাখা হয়েছে আবদুল্লাহ আল খিদির।
গত শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পরে ইটনা উপজেলার সদর ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল হালিমের হাতে কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এ যুবক।
আবদুল্লাহ আল খিদির জানান, আমি আল্লাহকে পাওয়ার জন্য স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি।
আবদুল্লাহ আল খিদির পেশায় একজন নৌকা চালক। এছাড়াও বিভিন্ন ধরনের কাজ করেন। আবদুল্লাহ আল খিদিরের পরিবারে স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com