ঢাকা, ০১ জুলাই, ২০২৫
আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ০২:৫৫ পিএম, ২১ মে ২০২৫
Digital Solutions Ltd

সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি!

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ২১ মে ২০২৫

সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি!

আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :

সম্প্রতি সর্বকালের সেরা দশ ফুটবলারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (আইএফএফএইচএস)। এই তালিকায় এক নম্বরে রয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। ব্রাজিলিয়ান মহাতারকা পেলে ও আরেক আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে পেছনে ফেলেছেন তিনি। 


আইএফএফএইচএসের জন্ম ১৯৮৪ সালে, জার্মানির লাইপজিগ শহরে, প্রতিষ্ঠাতা ক্রীড়া ইতিহাসবিদ আলফ্রেড পোগে। ফুটবলের পরিসংখ্যান, রেকর্ড ও ঐতিহাসিক দলিল সংরক্ষণের লক্ষ্যে কাজ করে এই সংস্থা। যদিও ফিফার অধিভুক্ত নয়। তবে ফিফার ওয়েবসাইটেও আইএফএফএইচএস প্রদত্ত কিছু পুরস্কারের স্বীকৃতি পাওয়া যায়। বর্তমানে ২১১টির বেশি দেশের প্রতিনিধিত্ব রয়েছে সংস্থাটিতে।

রোনালদো নাজারিও (ব্রাজিল), জিনেদিন জিদানদের (ফ্রান্স) মতো মহাতারকাদের পেছনে ফেলে এই তালিকার চার নম্বরে জায়গা করে নিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। দ্বিতীয় স্থানে আছেন পেলে এবং তৃতীয় স্থানে ম্যারাডোনা। নেদারল্যান্ডসের ইউহান ক্রুইফ আছেন পাঁচ নম্বরে।


ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা তালিকাটি তৈরির পদ্ধতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি আইএফএফএইচএস। ধারণা করা হচ্ছে, খেলোয়াড়দের দলীয় ও ব্যক্তিগত অর্জন, গোলসংখ্যা, শিরোপা, প্রভাব এই সব বিবেচনায় এনে তালিকাটি তৈরি করা হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, পরিসংখ্যান ছিল মূল বিবেচ্য।  

শীর্ষে থাকা মেসি এখন পর্যন্ত ৪৬টি শিরোপা জিতেছেন, বার্সেলোনার হয়ে ৩৫টি, পিএসজির হয়ে ৩টি, ইন্টার মায়ামির হয়ে ২টি এবং আর্জেন্টিনার হয়ে ৬টি। এছাড়াও রয়েছে ৮টি ব্যালন ডি’অর, গোল্ডেন শু, বিশ্বকাপ গোল্ডেন বল, কোপা আমেরিকা গোল্ডেন বলসহ অসংখ্য ব্যক্তিগত পুরস্কার। এমন রেকর্ডই হয়তো তাকে তালিকার শীর্ষে নিয়ে গিয়েছে।   

দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে। ক্যারিয়ারে তার শিরোপা সংখ্যা ২৯টি। তবে একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব আজও অক্ষত আছে। ব্যালন ডি’অর তাঁর সময়ে ইউরোপীয়দের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ফ্রান্স ফুটবল জানায়, সেই নিয়ম না থাকলে পেলে সাতবার এই পুরস্কার পেতেন।  

তৃতীয় স্থানে আছেন আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। ক্লাব ও জাতীয় দলের হয়ে মাত্র ১১টি শিরোপা জিতেছেন তিনি। ১৯৮৬ বিশ্বকাপে একক নৈপুণ্যে দেশকে শিরোপা জেতানো এবং নাপোলিকে ইউরোপের শীর্ষ ক্লাব বানানোর মতো কীর্তি সেরাদের তালিকায় তাকে জায়গা করে দিয়েছে। 

চতুর্থ স্থানে আছেন ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোল সংখ্যা ৯৩৫টি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে জিতেছেন ৩৫টি শিরোপা। তবে বিশ্বকাপ না জেতার কারণে হয়তো তিনি শীর্ষ তিনে ঠাঁই পাননি। ইউরো জেতানো থাকলেও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ট্রফির অভাব তাকে পিছিয়ে দেয়।

৫ থেকে ১০ নম্বর পর্যন্ত অবস্থান করা ফুটবলাররাও কম না। পাঁচে রয়েছেন ‘টোটাল ফুটবলের’ অগ্রদূত ইয়োহান ক্রুইফ। ছয় নম্বরে জায়গা পেয়েছেন ব্রাজিলের রোনালদো নাজারিও। তার দুইটি বিশ্বকাপ থাকলেও নেই চ্যাম্পিয়নস লিগ শিরোপা। তালিকার সপ্তম স্থানে থাকা জিনেদিন জিদান যেমন ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে পেরেছেন। তেমনই ক্লাব ফুটবলে চ্যাম্পিয়নস লিগ জয় করেছেন।

 

অষ্টমে স্থানে আছেন জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, যিনি ‘লিবেরো’ পজিশনে ফুটবলকে নতুনভাবে সংজ্ঞায়িত করেন। নবম স্থানে রয়েছেন আলফ্রেডো ডি স্টেফানো এবং দশমে জায়গা করে নিয়েছেন ‘গাউচো’ খ্যাত রোনালদিনহো। যিনি একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ, কোপা আমেরিকা, কনফেডারেশনস কাপ, চ্যাম্পিয়নস লিগ, কোপা লিবার্তোদোরেস এবং ব্যালন ডি’অর জয় করেছেন।

তালিকায় আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে রয়েছেন তিনজন করে, আর জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস ও পর্তুগাল থেকে একজন করে। বিশ্বকাপজয়ীদের আধিক্যই তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়িয়েছে। 

আইএফএফএইচএস, ১৯৮৪ সালে জার্মানির লাইপজিগে প্রতিষ্ঠিত, বিশ্বজুড়ে ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান রক্ষণাবেক্ষণের স্বীকৃত একটি সংস্থা। তারা জানিয়েছে, এই তালিকা তৈরির জন্য তারা বিশ্বজুড়ে বিশেষজ্ঞ ও ভক্তদের মতামত মিলিয়ে একটি হাইব্রিড পদ্ধতি অনুসরণ করেছে।

তাদের ভাষায়, 'চূড়ান্ত র‌্যাংকিং তৈরি হয়েছে ১০০ জন নিবন্ধিত অফলাইন বিশেষজ্ঞের ভোট (২৫%) এবং অনলাইন ভোট (৭৫%) এর ভিত্তিতে। যেখানে বিশ্বব্যাপী ভক্ত ও গণমাধ্যম অংশ নিয়েছেন।'

আরব আমিরাতের কাছে হারের দায় যাকে দিলেন লিটন
আইএফএফএইচএসের সর্বকালের সেরা ১০ ফুটবলার হলেন—১. লিওনেল মেসি (আর্জেন্টিনা), ২. পেলে (ব্রাজিল), ৩. ডিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা), ৪. ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল), ৫. ইউহান ক্রুইফ (নেদারল্যান্ডস), ৬. রোনালদো নাজারিও (ব্রাজিল), ৭. জিনেদিন জিদান (ফ্রান্স), ৮. ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি), ৯. আলফ্রেদো ডি স্টেফানো (আর্জেন্টিনা/স্পেন) ও ১০. রোনালদিনহো (ব্রাজিল)।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ইউক্রেন ন্যাটোতে যোগদানের পরদিনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: হাঙ্গেরির প্রধানমন্ত্রী শিরোনাম তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে প্রবেশ পথে ময়লার ভাগাড়।  পরিবেশ দুষিত।  শিরোনাম লালমোহন জুলাই আগস্ট শহীদ সাকিব এর পরিবারের উপরে হামলার অভিযোগ  শিরোনাম ভোক্তা অধিকার সংরক্ষণে বাকৃবিতে সচেতনতামূলক সেমিনার শিরোনাম মুরাদনগরে ধর্ষণ: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ শিরোনাম বেরোবিতে নিয়োগ জালিয়াতি, আওয়ামী পন্থী  শিক্ষকের বিরুদ্ধে তদন্তে উচ্চপর্যায়ের কমিটি