অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ান রংপুর বিভাগ।
অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলে ছেলেদের বিভাগে শিরোপা জিতেছে রংপুর বিভাগ।
আজ বৃহস্পতিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে ছেলেদের বিভাগের ফাইনালে ময়মনসিংহ বিভাহগকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে দ্বিতীয় বারের মত শিরোপা জিতে রংপুরের যুবারা।
প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দুই দল ময়মনসিংহ ও রংপুর বিভাগ। প্রথমার্ধে মোজাম্মেল হকের গোলে লিড নেয় ময়মনসিংহ। রংপুর বিভাগ বেশ কিছু সুযোগ তৈরি করেও গোল আদায় করে নিতে পারেনি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধেও বেশিরভাগ সময় বলের দখল ধরে রাখে ময়মনসিংহ বিভাগ। মেহেদী হাসানের গোলে ব্যবধান ২-০তে এগিয়ে যায় তারা। কিন্তু শেষ পাঁচ মিনিটে সবকিছু এলোমেলো করে দেন রংপুরের অধিনায়ক রিয়াদ। একাই দুই গোল করে দলকে সমতায় ফেরান। ফলে নির্ধারিত সময় শেষ হয় ২-২গোলে৷
খেলদ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউট ভাগ্যে ৪-৩ ব্যবধানে জিতে উল্লাসে মাতে রংপুরের ছেলেরা। এই টুর্নামেন্টের প্রথম আসর ২০১৮ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর যুবারা।
ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম। আরো উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোস্তফা জামান।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com