শাজাহানপুরে শিবিরের আন্তঃশাখা ফুটবলে ক্যান্টঃ পাবলিক শাখার দুর্দান্ত জয়
:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাজাহানপুর শহর শাখার আয়োজনে আন্তঃশাখা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৮ জুন)বুধবার ডোমনপুকুর মাদ্রাসা মাঠে জমজমাট এই খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ডোমনপুকুর মাদ্রাসা শাখা ও ক্যান্টঃ পাবলিক শাখা। খেলায় ক্যান্টঃ পাবলিক শাখা প্রতিপক্ষকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। টুর্নামেন্টের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান,শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি মাওলানা কাওসার আলী,শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি
খন্দকার আতিকুর রহমান,ছাত্রশিবিরের সাবেক জেলা অফিস সম্পাদক ওরাসাতুল মোস্তফা সোহাগ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজনে ছাত্রদের মাঝে সৌহার্দ্য ও নেতৃত্ব গড়ে ওঠে।”
সভাপতি জোবায়ের আহম্মেদ বলেন, “ছাত্রদের মাঝে ভ্রাতৃত্ব ও সুস্থ সংস্কৃতি গড়ে তুলতেই এ আয়োজন। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”
খেলা পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাজাহানপুর শহর শাখার সভাপতি আবু সায়েম ও সেক্রেটারি আবু হাসান।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com