ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:২৫ এএম, ৩০ মে ২০২৫
Digital Solutions Ltd

বিছানায় মেসি যেন মৃত এক মানুষ: আর্জেন্টিনার মডেল

প্রকাশিত : ০২:২৫ এএম, ৩০ মে ২০২৫

বিছানায় মেসি যেন মৃত এক মানুষ: আর্জেন্টিনার মডেল

নিউজ ডেস্ক :

বিশ্ব ফুটবলের অন্যতম নিখুঁত নাম— লিওনেল মেসি। মাঠে যেমন নিপুণ, মাঠের বাইরেও তাঁর ভাবমূর্তি দাগহীন।

তবে কখনও কখনও, কিছু বিতর্কিত দাবি সেই ভাবমূর্তিতে আঁচ দেওয়ার চেষ্টা করেছে। যেমনটা করেছেন আর্জেন্টিনার মডেল জোয়ানা গনজালেজ ও প্যারাগুয়ের মডেল লারিসা রিকলমে।  

জোয়ানা একবার দাবি করেন, তিনি নাকি মেসির ঘনিষ্ঠ হয়েছিলেন। এমনকি তিনি বলেন, “বিছানায় মেসি যেন মৃত এক মানুষ।”

বার্সেলনার এই তারকাকে নিয়ে একই রকম বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন লারিসা রিকলমে। এক টিভি সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মেসি নাকি তাঁকে টাকার বিনিময়ে সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন। যদিও সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন বলে জানান।

লারিসা, যিনি খোলামেলা মন্তব্য আর বিতর্কিত আচরণের জন্য পরিচিত, অতীতে জাতীয় দলের ম্যাচে নগ্ন হওয়ার প্রতিশ্রুতি দিয়েও আলোচনায় এসেছিলেন। অনেকে মনে করেন, এই ধরনের মন্তব্য শুধুই জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্যে।

কিন্তু এমন নানা বিতর্কের মাঝেও মেসি নিজে কখনও এই অভিযোগগুলোর পাল্টা প্রতিক্রিয়া দেননি। মুখ বন্ধ রেখেছেন, আত্মমর্যাদার সঙ্গে।

একজন তারকার চারপাশে গড়ে ওঠে আলো ও অন্ধকার— মেসিও তার ব্যতিক্রম নন। তবুও কোটি ভক্তের চোখে আনুগত্য, পরিবারপ্রেম ও সম্মান— মেসির নামের সঙ্গে আজও অটুটভাবে জড়িয়ে আছে।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com