ঢাকা, ০১ জুলাই, ২০২৫
মো আব্দুল্লাহ আনন্দ  :
প্রকাশিত : ১২:০২ পিএম, ০৪ জুন ২০২৫
Digital Solutions Ltd

১৮ বছরের অপেক্ষা শেষে আইসিবি ও কোহলি শিরোপা জয় 

প্রকাশিত : ১২:০২ পিএম, ০৪ জুন ২০২৫

১৮ বছরের অপেক্ষা শেষে আইসিবি ও কোহলি শিরোপা জয় 

মো আব্দুল্লাহ আনন্দ  :

দেখতে দেখতে আইপিএল এর বয়স  ১৮ বছর! আইপিএলের প্রথম ম্যাচ খেলেছেন বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবারের ফাইনালসহ ২৬৮ টি ম্যাচ খেলেছেন তিনি। আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি সেঞ্চুরি, সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি, সবচেয়ে বেশি চারের মার- সবই বেঙ্গালুরুর পোশাকে করেছেন কোহলি। তবে একটা  শিরোপা নামের পাশে এতদিন অধরা ছিল। আইপিএলের এটি ১৮তম আসরে এসে সেই অধরা স্বপ্নকে বাস্তবে পেলেন কিং কোহলি। 
 চতুর্থ বার ফাইনাল ও ১৮তম আসরে এসে আইপিএলের ‘যৌবন’ যেন পূরণ করলেন ১৮ নাম্বার জার্সি পরা কোহলি!
চতুর্থ আইপিএল ফাইনালে এসে প্রথম আইপিএল ফাইনাল জয়টা তুলনামূলক ভাবে সহজ ছিলো না আরসিবির জন্য। অপেক্ষা করতে হয়েছে শেষ বল পর্যন্ত, ব্যাটারদের ছন্দপতনের দিনেও ব্যাট হাতে ঝড় তুলেছিলেন শশাঙ্ক, তবে শেষ পর্যন্ত আর পারলেন না, আরসিবি বোলারদের দাপুটে বোলিংয়ে মাত্র ৬ রানে হেরে আবারো আইপিএল শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ পাঞ্জাব কিংসের
ভারতের বিখ্যাত আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুই দলের জন্য ছিল এটি গোপাল জয় এই সুযোগ৷ ফাইনালের কাছে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয় পাঞ্জাব অধিনায়ক  আইয়ার৷
 টসে হেরে ব্যাট করতে নেমে ১৮ রানের মাথায় ফিরে যান ওপেনার ফিল সল্ট৷ এরপর ব্যাট করতে আসেন মায়াঙ্ক আগারওয়ালের৷ ওপেনার কোহলি সহ প্রতিরোধ করূর চেষ্টা করেন দুজনের ব্যাট থেকে আসে ৩৮ রানের জুটি৷ 
মায়াঙ্ক ফিললে ভাঙ্গে এই জুটি ৷চারে ব্যাট করতে নেমে অধিনায়ক রজত পাতিদর খেলেন ১৭ বলে ২৬ রানের এক ঝলমলে ইনিংস৷ এক প্রান্তে প্রতিরোধ গড়ে তোলা কোহলিকে ওমরজাই ফেরান ৩৫ বলে ৪৩রানে৷  তার নিয়মিত বিরতিতে উইকেট হারায় আরসিবি৷  নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানের ভালো সংগ্রহ পায় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর । পাঞ্জাব কিংসের হয়ে তিনটি করে উইকেট নেন আর্শদ্বীপ এবং জিমিশন।
জবাবে ব্যাট করতে নেমে দারুন সূচনা পায় পাঞ্জাব কিংস৷ তবে ৪৩রানের মাথার বিদায় নেন ওপেনার প্রিয়াম আর্যকে করেন ২৪ রান৷ 
উইকেট নেন অজি পেসার জস হ্যাজলউড।  গত ম্যাচের জয়ের নায়ক ক্যাপ্টেন আইয়ার ব্যর্থ ফাইনালের মঞ্চে অনিয়মিত বোলার শেফার্ডকে খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন জিতেশ শর্মাকে। দ্রত তিন উইকেট পড়ে য়ার পাঞ্জাবের৷ আক্রমণাত্মক খেলতে থাকা জশ ইংগলিশের উইকেট তুলে নেন কুণাল পান্ডিয়া ফিরে যাওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২৩ বলে ৪ ছক্কা আর ১ চারে ৩৯ রান।
শেষ ৫ ওভারে  ৭১ রানের কঠিন সমীকারণের সামনে দায়িত্ব নিতে পারেননি কেউ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পাঞ্জাব সংগ্রহ করে ১৮৪ রান ফলে ৬রানের জয় দিয়ে শিরোপার নিজেদের করে নেয় আরসিবি৷ কিং কোহলির শেষ হয় ১৮ বছরের অপেক্ষা৷ 

সংক্ষিপ্ত স্কোর
আরসিবি ১৯০/৯ (২০ ওভার)
ভিরাট ৪৩ (৩৫)       পাতিদর ২৬ (১৬)
আর্শদ্বীপ ৩/৪০        জিমিশন ৩/৪৮

পাঞ্জাব কিংস ১৮৪/৭ (২০ ওভার)
শশাঙ্ক ৬১* (৩০)        ইগলিশ ৩৯ (২৩)
কুনাল ১৭/২             ভুবনেশ্বর ২/৩৮

ফলাফল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ৬ রানে জয়ী।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ইউক্রেন ন্যাটোতে যোগদানের পরদিনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: হাঙ্গেরির প্রধানমন্ত্রী শিরোনাম তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে প্রবেশ পথে ময়লার ভাগাড়।  পরিবেশ দুষিত।  শিরোনাম লালমোহন জুলাই আগস্ট শহীদ সাকিব এর পরিবারের উপরে হামলার অভিযোগ  শিরোনাম ভোক্তা অধিকার সংরক্ষণে বাকৃবিতে সচেতনতামূলক সেমিনার শিরোনাম মুরাদনগরে ধর্ষণ: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ শিরোনাম বেরোবিতে নিয়োগ জালিয়াতি, আওয়ামী পন্থী  শিক্ষকের বিরুদ্ধে তদন্তে উচ্চপর্যায়ের কমিটি