ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৫
আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ১২:৫২ পিএম, ২৭ মে ২০২৫
Digital Solutions Ltd

সাবেক দুই স্ত্রীর পাল্টাপাল্টি পোস্ট, চটেছেন শাকিব!

প্রকাশিত : ১২:৫২ পিএম, ২৭ মে ২০২৫

সাবেক দুই স্ত্রীর পাল্টাপাল্টি পোস্ট, চটেছেন শাকিব!

আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :

নতুন ছবি মানেই ঢালিউডের সুপারস্টার শাকিব খানকে ঘিরে সংবাদ মাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম। বর্তমানে ‘তাণ্ডব’-এর টিজার প্রকাশ করেই রীতিমত তোলপাড় ফেলে দিয়েছেন! এরমধ্যেই পুরনো সম্পর্ক নিয়ে উঠলো নতুন করে আলোচনা!

 
 

তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী মাঝেমধ্যেই পাল্টাপাল্টি পোস্ট দিয়ে নেট দুনিয়ায় আলোচনার জন্ম দেন। আরো একবার এই পথে হাঁটলেন এই নায়িকা! আর এতে বিরক্তি প্রকাশ করলেন স্বয়ং শাকিব!

 

মঙ্গলবার দুপুর ৩টার দিকে শাকিব খান ও তার ছোট ছেলে শেহজাদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন বুবলী। পাঁচটি ছবির ক্যাপশনে তিনি লেখেন, “যেখানে জীবন শুরু, ভালোবাসা কখনও শেষ হয় না।”

 

ঠিক এক ঘণ্টার মধ্যে অপু বিশ্বাস তার ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে শাকিব খানের কিছু মুহূর্তের ছবি পোস্ট করে লেখেন, “বাবা এমন একটি শব্দ, যার সাথে সন্তানের বন্ধন কথায় প্রমাণ দেয়ার কিছু নেই। তবুও বাবা-ছেলের প্রতিদিনের খুনসুটি, মমত্ববোধ আর মুহূর্তগুলো ফ্রেমবন্দি হয়ে থাকে।”

এই পোস্ট দুটি পর পর প্রকাশ নিয়ে সমাজ মাধ্যমে শুরু হয় আলোচনা, সমালোচনা এবং মিম। অনেকেই মন্তব্য করছেন, সময় সময় শাকিব খানকে ঘিরে অপু-বুবলীর এমন ‘অনলাইন প্রতিযোগিতা’ কেবল বিরক্তিকরই নয়, বরং বিষয়টিকে অপ্রয়োজনীয়ভাবে মিডিয়া সার্কাসে পরিণত করছে। কারো মতে, যাদের (অপু-বুবলী) একসময় শাকিবকে নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে, তারাই এখন নিজের সন্তানকে সামনে এনে শাকিবের ‘পরিবারের অংশ’ দাবি করছেন।

 

বেডরুমের মতো ব্যক্তিগত মুহূর্তের ছবি ফেসবুকে প্রকাশ নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। একাধিক মন্তব্যে বলা হয়, সন্তানদের সঙ্গে শাকিব খানকে দেখা গেলেও সাবেক দুই স্ত্রী অপু-বুবলীর সঙ্গে তার কোনো সাম্প্রতিক ছবি দেখা যায় না, যা তাদের পারস্পরিক সম্পর্কের দূরত্বকেই সামনে আনে।

শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, শাকিব নিজে এই দুই প্রাক্তন সঙ্গিনীর আচরণে চরম বিরক্ত। যদিও দুই সন্তানের প্রতি দায়িত্ব ও ভালোবাসা থেকেই তিনি সবকিছু মেনে নিচ্ছেন। সূত্রটি আরও জানায়, অপু ও বুবলীর সঙ্গে শাকিবের মানসিক দূরত্ব এখন দুই মেরুতে পৌঁছেছে, এবং ভবিষ্যতে তাদের কারো সঙ্গেই ফের একত্রিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাকিব খান একটি মন্তব্য করে আলোচনায় আসেন। কোনো নাম উল্লেখ না করলেও তিনি বলেন, “আমার কাছের মানুষরাই একসময় বলেছিল, ইউ আর এ ডেড হর্স।” অনেকে মনে করছেন, এই মন্তব্যের ইঙ্গিত ছিল সাবেক দুই সঙ্গিনীর দিকেই!

একাধিক সাক্ষাৎকারেও শাকিব স্পষ্ট করেছেন, অপু বিশ্বাস ও শবনম বুবলী তার জীবনের অতীত, এবং তারা যে সম্মান পান, তা কেবলই তার সন্তানদের মা হিসেবে।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ক্ষমতা হস্তান্তরই উপদেষ্টাদের দায়মুক্তি সম্ভব নয় শিরোনাম নাগরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিটি মন্দিরে শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণে আইপি ক্যামেরা বিতরণ শিরোনাম আমতলীতে রোপন কৃত আমন ধানের চাড়া নস্ট করায় শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। শিরোনাম জিডি"র ৬২ দিনেও ফোন উদ্ধার হয়নি এনামুল হকে"র শিরোনাম সুবর্ণচ চরবাটা বাঁশখালী সুইজ গেইট জামে মসজিদ কেন্দ্রের প্রাক-প্রাথমিকের এর শিক্ষকের অবৈধভাবে নিয়োগ নেয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে শিরোনাম বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত!