ঢাকা-১৮ আসনে মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়া জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বগুড়া থেকে দাখিল করা মনোনয়নপত্র বাতিল হলেও ঢাকা-১৮ সংসদীয় আসনে প্রার্থী হিসেবে টিকে গেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাই শেষে ঢাকার আসনে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, বগুড়া আসনে দাখিল করা মনোনয়নপত্রে প্রয়োজনীয় কাগজপত্র ও সমর্থক স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে তা বাতিল করা হয়। তবে ঢাকা-১৮ আসনে এসব শর্ত যথাযথভাবে পূরণ করায় সেখানে তার প্রার্থিতা বহাল থাকে।
মনোনয়ন বাতিল ও বহাল থাকার বিষয়ে প্রতিক্রিয়ায় মান্না বলেন, একটি আসনে মনোনয়ন বাতিল হওয়া অনাকাঙ্ক্ষিত হলেও আইনি প্রক্রিয়ায় ঢাকা-১৮ আসনে নির্বাচন করার সুযোগ পাওয়া গেছে। তিনি আশা প্রকাশ করেন, ভোটারদের সমর্থনে ওই আসনে লড়াই চালিয়ে যেতে পারবেন।
নির্বাচন কমিশন সূত্রে আরও জানা যায়, যাচাই-বাছাই প্রক্রিয়ায় যেসব প্রার্থী একাধিক আসনে মনোনয়ন দাখিল করেছিলেন, তাদের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে কাগজপত্র পর্যালোচনা করা হচ্ছে। সে অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া হচ্ছে প্রতিটি আসনের জন্য।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com