ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:৫৫ এএম, ০৮ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

মুছাব্বির হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব ফেলবে না: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ০৬:৫৫ এএম, ০৮ জানুয়ারি ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক :

রাজধানীতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ ধরনের ঘটনাগুলো আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।

বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। তবে এসব বিচ্ছিন্ন সহিংস ঘটনার কারণে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। শেষ পর্যন্ত একটি গ্রহণযোগ্য ও সফল নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অন্য রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এ বিষয়ে কারও অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশনের কাছে জানানো উচিত। নির্বাচন কমিশনই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নিয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের অভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সফর করা হবে। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, শহিদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা। এটি কোনো রাজনৈতিক প্রচারণা নয়।

দলীয় মনোনয়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির অনেক যোগ্য নেতা থাকলেও সবাইকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধেই ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রয়োজনে ভবিষ্যতেও আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিষয়গুলো নিষ্পত্তি করা হবে।

প্রসঙ্গত, বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা আজিজুর রহমান মুছাব্বিরসহ দুজনকে গুলি করে। পরে আহত অবস্থায় তাদের প্রথমে বিআরবি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com