পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগে ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশে পর্যটন ভিসা স্থগিত করা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারের নেই।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, কিছু নির্দিষ্ট মিশনে সাময়িকভাবে ভিসা ইস্যু বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ নিরাপত্তাজনিত সিদ্ধান্ত।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেন, বর্তমানে তিনটি বাংলাদেশি মিশনে ভিসা প্রদান কার্যক্রম বন্ধ রয়েছে।
কূটনৈতিক সূত্র জানায়, ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন থেকে আপাতত ভিসা দেওয়া হচ্ছে না। তবে কলকাতার উপহাইকমিশন, মুম্বাই ও চেন্নাইয়ের উপহাইকমিশন এবং গুয়াহাটির সহকারী হাইকমিশনে নিয়মিত ভিসা কার্যক্রম চালু রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২২ ডিসেম্বর অনিবার্য কারণ দেখিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সব ধরনের কনস্যুলার ও ভিসা সেবা সাময়িকভাবে স্থগিতের নোটিশ জারি করে। একই দিনে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনও অনুরূপ সিদ্ধান্তের কথা জানায়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com