ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:৩৬ এএম, ০৮ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

ইতিহাস থেকেই জামায়াতের শিক্ষা নেওয়া উচিত: হুমাম কাদের চৌধুরী

প্রকাশিত : ০৭:৩৬ এএম, ০৮ জানুয়ারি ২০২৬

রাঙ্গুনিয়ায় এ কে এস ডায়াগনস্টিক সেন্টারের নতুন শাখা উদ্বোধন অনুষ্ঠানে হুমাম কাদের চৌধুরী

নিউজ ডেস্ক :

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, ‘জামায়াত একটি শিক্ষিত রাজনৈতিক দল হিসেবে পরিচিত। সে হিসেবে তাদের উচিত নিজেদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। ইতিহাস পর্যালোচনা করলেই সত্য পরিষ্কার হয়ে ওঠে।’

বৃহস্পতিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাণীরহাট এলাকায় এ কে এস ডায়াগনস্টিক সেন্টারের নতুন শাখার উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাঙ্গুনিয়ার সঙ্গে নিজের পারিবারিক সম্পর্কের কথা তুলে ধরে হুমাম কাদের চৌধুরী বলেন, এই এলাকার মানুষ কখনোই চৌধুরী পরিবারের বাইরে যায়নি। তার ভাষায়, ‘আমার দাদা থেকে শুরু করে আমি পর্যন্ত—আমরা সবাই রাঙ্গুনিয়ার সন্তান হিসেবেই পরিচিত ছিলাম। এটি কোনো নতুন দাবি নয়, এটি ইতিহাসের অংশ।’

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জানান, আধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে রাঙ্গুনিয়ায় একেএস ডায়াগনস্টিক সেন্টারের এই নতুন শাখা যাত্রা শুরু করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান, একেএস খান হেলথকেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক নোমানুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, উন্নত প্রযুক্তি ও মানসম্মত সেবার মাধ্যমে এই ডায়াগনস্টিক সেন্টার রাঙ্গুনিয়ার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

স্থানীয় স্বাস্থ্যখাতে এটি একটি ইতিবাচক সংযোজন বলেও মন্তব্য করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com