শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় ডিবির তদন্তে উঠে এসেছে যুবলীগ নেতা বাপ্পির নাম
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দাবি, ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। হত্যাকাণ্ডের পর তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।
ডিবির অনুসন্ধানে জানা গেছে, কলকাতার রাজারহাট এলাকার ওয়েস্ট বেড়াবেড়ি মেঠোপাড়ার ঝনঝন গলি নামের একটি এলাকায় চারতলা ভবনের প্রথম তলার একটি ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন বাপ্পি। সেখানে তার সঙ্গে আরও চার থেকে পাঁচজন আওয়ামী লীগ নেতা-কর্মী অবস্থান করছিলেন, যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তারা বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় ব্যবহার করতেন এবং প্রায় এক বছর ধরে সেখানে থাকছেন।
ফ্ল্যাটে থাকা যুবলীগ নেতা মফিকুর রহমান উজ্জল ও সাজিবুল ইসলাম সাংবাদিকদের জানান, বর্তমানে বাপ্পি সেখানে নেই। ডিবি সূত্র আরও জানিয়েছে, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া শ্যুটার ফয়সাল করিম ও সহযোগী আলমগীর হোসেনও ভারতে পালিয়ে রয়েছেন।
তবে আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্র দাবি করেছে, বাপ্পিকে ইতোমধ্যে ভারতের পুলিশ আটক করেছে। যদিও স্থানীয় নারায়নপুর থানার পুলিশ এবং বিধান নগর পুলিশ কমিশনারের কার্যালয় এ ধরনের কোনো তথ্যের কথা অস্বীকার করেছে।
ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিষয় হওয়ায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com