খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোটা জাতি গভীর শোক ও বেদনায় মুহ্যমান। তিনি ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক, যিনি স্বৈরাচার ও আধিপত্যবাদের কাছে কখনো মাথা নত করেননি।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের হালিশহর কলসি দিঘীরপাড় এলাকার জাফর আলী মালুম মসজিদে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বিএনপিকে নেতৃত্ব দিয়ে আন্দোলন ও সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি নেতাকর্মীদের সাহস ও প্রেরণা যুগিয়েছেন এবং আপসহীন রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন। ক্ষমতাসীন সরকারের কাছ থেকে চাইলে তিনি নানা সুযোগ-সুবিধা কিংবা উন্নত চিকিৎসা গ্রহণ করতে পারতেন, কিন্তু আপস না করার সিদ্ধান্তেই তিনি অটল ছিলেন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গণতন্ত্রের মশাল খালেদা জিয়ার হাতে তুলে দিয়েছিলেন, তা তিনি তারেক রহমানের হাতে ন্যস্ত করে গেছেন। সেই আদর্শ ও পথনির্দেশনা নিয়েই তারেক রহমান ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছেন। দেশের ভবিষ্যৎ শাসনব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনা বিষয়ে তারেক রহমান সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্র পরিচালনার প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী দিনে রাষ্ট্রক্ষমতার সুফল কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তিকেন্দ্রিক থাকবে না। জনগণই হবে ক্ষমতার প্রকৃত মালিক এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, মহানগর বিএনপির সদস্য হাজী হানিফ সওদাগর, বিএনপি নেতা হাজী কামাল উদ্দিন, মোহাম্মদ সেলিম, হাজী সালাউদ্দিন, হাজী জমির উদ্দিন, মাহবুব আলম বাচ্চু, হাজী হোসেন, আজম উদ্দিন, হাজী মোহাম্মদ জাহেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com