ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৪:৩৩ এএম, ১০ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

আজীবন বহিষ্কৃত বিএনপির পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রকাশিত : ০৪:৩৩ এএম, ১০ জানুয়ারি ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

আজীবন বহিষ্কৃত বিএনপির পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে আজীবনের জন্য বহিষ্কৃত বিএনপির পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে দলটির নীতিনির্ধারণী মহল তাদের প্রাথমিক সদস্য পদ পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এর আগে ওই পাঁচ নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তারা দলীয় ফোরামে আবেদন করলে তা পর্যালোচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে তারা পুনরায় বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন।

পুনর্বহাল হওয়া নেতারা হলেন— বরিশাল মহানগর বিএনপির ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সচিব জিয়াউল হক মাসুম, বরিশাল জেলা তাঁতীদলের সাবেক সভাপতি কাজী মো. সাহিন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. আবুল হোসেন প্রধানীয়া, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মতিন মেম্বার এবং কক্সবাজার জেলার টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির নেতা জিয়াউর রহমান জিহাদ।

দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশ নেওয়ায় তাদের শোকজ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছিল।

দীর্ঘ সময় পর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বিএনপির অভ্যন্তরে আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ এটিকে দল পুনর্গঠনের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ সিদ্ধান্তটি নিয়ে ভিন্নমত প্রকাশ করছেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com