সংগৃহীত
জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সুষ্ঠু নির্বাচন না হলে দেশে গৃহযুদ্ধের আশঙ্কা রয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) তিনি নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল শুনানিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, “ইসির দাঁত আছে, কিন্তু শুধু দাঁত থাকলেই হবে না, কামড় দিতে হবে। নির্বাচন কমিশনকে মব দমন করতে হবে। মব দমন না হলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনকে পুরো দেশ নিয়ন্ত্রণ করতে হবে, সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। মবের কারণে আমাদের অনেক প্রার্থী ছোটখাটো ত্রুটি দূর করতে পারেনি, রিটার্নিং কর্মকর্তা ভয়ে আমাদের প্রার্থীদের কাগজপত্র নিতে পারেননি।”
পাটোয়ারী জানান, “আমাদের দল থেকে ২৪৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এর মধ্যে ২২৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ৩০ জনের মতো বাতিল করা হয়েছিল। ২৫ জনের বেশি আপিল করেছেন। আজ প্রথম দফায় চারজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে, একটি পেন্ডিং আছে। বাকিগুলোও আশা করি নিষ্পত্তি হবে।”
উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তি চলবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেবেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com