সংগৃহীত
জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আসন সমঝোতায় প্রাথমিকভাবে ঐকমত্যে পৌঁছেছে। জোটভুক্ত দলগুলো প্রায় চূড়ান্তভাবে তাদের আসনের সংখ্যা নির্ধারণ করেছে। তবে কিছু আসনে একাধিক শরিক দলের অনড় অবস্থানের কারণে চূড়ান্ত ঘোষণা কিছুটা বিলম্বিত হয়েছে।
জোটের নেতাদের দাবি, দু-এক দিনের মধ্যে ৩০০ আসনের জোটের একক প্রার্থী ঘোষণা করা হবে। যদিও চূড়ান্ত সমঝোতা না হলে ৮ থেকে ১০টি আসন একাধিক প্রার্থীর জন্য উন্মুক্ত রাখা হতে পারে।
জোটভুক্ত দলের নেতারা জানান, আসন সমঝোতা নিয়ে কিছু অসন্তোষ থাকলেও জাতির বৃহত্তর স্বার্থে তারা ছাড় দিয়ে সমঝোতাকে অগ্রাধিকার দিচ্ছেন। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন চূড়ান্তভাবে ৩৮ থেকে ৪০টি আসন পেতে সন্তুষ্ট। তবে জামায়াত ও অন্যান্য শরিক দল তাদের দাবিকৃত কয়েকটি আসন ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে।
প্রাথমিক আসন সমঝোতা অনুযায়ী:
বাংলাদেশ খেলাফত মজলিস: ১৫টি আসন
খেলাফত মজলিস: ৭টি
এলডিপি: ৬টি
এবি পার্টি: ৩টি
বিডিপি: ২টি
বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাগপা: ১টি করে আসন
বাকী আসনগুলো জামায়াতের হাতে (প্রায় ১৯০টি)
তবে মনোনয়নপত্র জমা অনুযায়ী, জামায়াত ২৭৬টি, ইসলামী আন্দোলন ২৬৮টি, এনসিপি ৪৭টি, এবি পার্টি ৫৩টি, বাংলাদেশ খেলাফত মজলিস ৯৪টি, খেলাফত মজলিস ৬৮টি, এলডিপি ২৪টি, খেলাফত আন্দোলন ১১টি, নেজামে ইসলাম পার্টি ৬টি, জাগপা ৩টি এবং বিডিপি ২টি আসনে আবেদন করেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জোটে জামায়াতের বিশ্বস্ততা প্রমাণিত। শরীক দলের শীর্ষ নেতাদের আসন থেকে প্রার্থী সরিয়ে নেওয়া হয়েছে এবং দীর্ঘদিন মাঠে থাকা নেতারা দলীয় নির্দেশনায় সরে দাঁড়াচ্ছেন।
নির্দিষ্ট উদাহরণ হিসেবে বলা যায়:
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ ছাড়েন; ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি অতিকুর রহমান মনোনয়নপত্র জমা দেন।
ঢাকা-৮ থেকে নাসির উদ্দিন পাটোয়ারি সরে গিয়ে মনোনয়নপত্র দেননি।
জামায়াতের প্রার্থী মোবারক হোসাইন ঢাকা-১৩ ছাড়েন মাওলানা মামুনুল হক-কে দেয়ার জন্য।
ফেনী-২, বরিশাল-৩, হবিগঞ্জ-২ ও হবিগঞ্জ-৪ আসনে জামায়াতের প্রার্থীরা শরীক দলের জন্য জায়গা ছাড়েন।
১১ দলীয় জোটের কেন্দ্রীয় লিয়াজোঁ কমিটি প্রাথমিকভাবে সমঝোতায় পৌঁছেছে। শীঘ্রই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি।
জোটভুক্ত দলগুলো হলো: জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও আমারবাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com