ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:৪২ এএম, ১১ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

গণভোটে হ্যাঁ ভোট চাইতে পারবে সরকার, আইনগত বাধা নেই: ড. ইউনূস

প্রকাশিত : ০৫:৪২ এএম, ১১ জানুয়ারি ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণভোটে সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে পারে এবং এতে আইনগত কোনো প্রতিবন্ধকতা নেই। দেশের শীর্ষস্থানীয় আইনজ্ঞদের মতামতের ভিত্তিতে এ অবস্থান নেওয়া হয়েছে বলে জানান তিনি।

রোববার (১১ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইয়ার ইয়াবস প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ প্রসঙ্গ উঠে আসে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

প্রেস সচিব জানান, অন্যান্য অনেক দেশ পর্যবেক্ষক দল পাঠাতে আগ্রহী না হলেও বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি পাঠাবে। কারণ, এবারের নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ইইউ।

শফিকুল আলম আরও বলেন, নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল বর্তমানে চাঙা এবং তফসিল ঘোষণার পর বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে।

তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং সরকার এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com