সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গত ১৬ মাসে বাংলাদেশে সাইবার বুলিংয়ের সবচেয়ে বেশি শিকার তিনি নিজেই হয়েছেন। দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে তাঁকে নিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক পলিসি ডায়ালগ অনুষ্ঠানে এসব কথা বলেন আইন উপদেষ্টা।
ড. আসিফ নজরুল বলেন, টানা ১৫ বছর ধরে তাঁকে পাকিস্তানের দালাল বলা হয়েছে। আর এখন খুব অল্প সময়ের মধ্যেই তাঁকে ভারতের দালাল হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, এসব অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের অংশ।
নিজের বিরুদ্ধে ছড়ানো গুজবের উদাহরণ দিয়ে তিনি বলেন, তাঁকে নিয়ে বলা হয়েছে—আমেরিকায় তাঁর বাড়ি রয়েছে এবং পরিবার সেখানে স্থায়ী হয়েছে। বিষয়টি প্রমাণ করতে তিনি প্রকাশ্যেই চ্যালেঞ্জ দিয়েছিলেন। কিন্তু কোনো সাংবাদিক বা ইউটিউবার সেই দাবির সত্যতা দেখাতে পারেনি। তাঁর ভাষায়, সততাকে যিনি জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করেন, তাঁর বিরুদ্ধে এমন বানোয়াট প্রচারণাই সাইবার বুলিংয়ের চরম উদাহরণ।
জামিন ইস্যুতে সমালোচনার জবাবে আইন উপদেষ্টা বলেন, জুলাইয়ের ঘটনায় আটক ব্যক্তি কিংবা আওয়ামী লীগের যেসব নেতাকর্মী জামিন পাচ্ছেন, তার প্রায় ৯০ শতাংশই হাইকোর্ট থেকে দেওয়া হচ্ছে। জামিন দেওয়ার এখতিয়ার বিচারকের হাতে। কোনো বিচারক ভুল সিদ্ধান্ত নিলে তার দায় সংশ্লিষ্ট বিচারকের—এখানে আইন মন্ত্রণালয়ের কোনো ভূমিকা নেই। তবুও প্রতিটি জামিনের জন্য তাঁকে দায়ী করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, তাঁকে দুর্বল করা গেলে একটি বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন সহজ হবে—এই কারণেই তাঁকে নিয়মিত টার্গেট করা হচ্ছে।
সরকারের কাজের মূল্যায়ন প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, সরকার যদি দশটি কাজের মধ্যে চারটি ভালো করে, তাহলে সেগুলোর স্বীকৃতি দেওয়া উচিত। বাকি কাজের সমালোচনা করায় কোনো সমস্যা নেই। কিন্তু সবকিছু অস্বীকার করে বলা যে কিছুই হয়নি—এটি সৎ সমালোচনার পর্যায়ে পড়ে না।
সিজিএসের সভাপতি জিল্লুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এই পলিসি ডায়ালগে আরও বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল লতিফ মাসুম, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভুঁইয়া।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com