চোখের সামনে সব আশা নষ্ট হয়ে যাচ্ছে: বাঁধন
অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নাটক, মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও। কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছেন।
জুলাই আন্দোলনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথেও সরব ছিলেন এই অভিনেত্রী। পট পরিবর্তনের পর অন্যদের মতো তিনিও ভেবেছিলেন ভালো কিছু হবে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমি স্বপ্ন দেখেছিলাম একটি ভালো দেশের; ন্যায়বিচার, সততা ও আশার ওপর গড়ে ওঠা জাতির। কিন্তু সে স্বপ্ন এখন চূর্ণবিচূর্ণ। একই দুর্নীতিগ্রস্ত, পচে যাওয়া ব্যবস্থা এখনো রয়ে গেছে, যা প্রকৃত পরিবর্তনের সব আশা দমন করে ফেলছে। আমি শুধু হৃদয়ভাঙা নই, আমি ক্ষুব্ধ, লজ্জিত। আমার জন্য এটা খুবই সমস্যার আসলে। আমার মানসিক অসুস্থতাও আছে। এটা নিয়ে অনেকবার কথা বলেছি। আমার তীব্র বিষণ্নতা আছে। আমি আসলেই বিষণ্ন। শেষ কয়েক মাসে আমার ওজনও বেড়েছে। হতাশা থেকেই এমনটা হয়েছে। আসলে অনেক আশা ছিল। সব আশা চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।
দুর্নীতিকে দায়ী করে বাঁধন বলেন, একমাত্র কারণ দুর্নীতি। আমরা আগাগোড়া দুর্নীতিগ্রস্ত জাতি। আমাদের এই দুর্নীতি এখনো যায়নি। স্বৈরাচার চলে গেছে ঠিক, সিস্টেম তো রয়ে গেছে। আমি উপদেষ্টা পরিষদের কথা বলতে চাই, তারা প্রত্যেকে ভালো মানুষ। কিন্তু তাদের চেষ্টা বাস্তবায়ন করা যাচ্ছে না। কিন্তু তারা এতটা সময় থাকার পরও যেহেতু সিস্টেম ঠিক করতে পারল না, এটার দায় তাদের নিতেই হবে। এই দায়ভার এড়ানোর কোনো সুযোগ বর্তমান সরকারের নেই।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com