ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:৩৪ এএম, ১৬ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি : মির্জা ফখরুল

প্রকাশিত : ০৩:৩৪ এএম, ১৬ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

নিউজ ডেস্ক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের নিরাপত্তার দায়িত্ব দলটি নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধাদের অনেকের মধ্যেই উদ্বেগ রয়েছে—অন্তর্বর্তী সরকারের পর নতুন সরকার এলে তাদের নিরাপত্তা কী হবে। তিনি স্পষ্ট করে বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিএনপিই নেবে।”

আসন্ন জাতীয় নির্বাচনকে দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশ গণতান্ত্রিক ও উদার পথে এগোবে, নাকি পশ্চাৎমুখী রাজনীতির দিকে ফিরে যাবে।

বিএনপিকে দুর্বল করার লক্ষ্যে পরিকল্পিতভাবে মিথ্যা প্রচার ও সহিংসতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন দলটির মহাসচিব। সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।

বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা এ দেশের মানুষের ওপর নির্মম নির্যাতন ও গণহত্যা চালিয়েছিল, যা জাতি কখনো ভুলতে পারে না। ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর পরাজয়ের মধ্য দিয়েই বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা হয় এবং নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীনতা অর্জিত হয়। এই বিজয় আমাদের অস্তিত্ব, ভূখণ্ড ও জাতিসত্তার প্রতীক।

বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও বিএনপির অবদান অবিচ্ছেদ্য বলে উল্লেখ করেন তিনি। তরুণ সমাজের ভূমিকার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তারেক রহমান ঘোষিত রূপরেখা নতুন বাংলাদেশের পথনির্দেশনা দিচ্ছে।

দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকবে।

আলোচনা সভার শেষ পর্যায়ে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিজয় দিবসকে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে রূপ দেওয়ার আহ্বান জানান।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com