ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৪:০৯ এএম, ১৬ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা

প্রকাশিত : ০৪:০৯ এএম, ১৬ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

নিউজ ডেস্ক :

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় র‍্যালি শেষে দলের কেন্দ্রীয় নেতা আমির হামজা বলেছেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্দেশ্যপ্রণোদিত ও ভুল ইতিহাস প্রচার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) র‍্যালি শেষে বক্তব্যে তিনি বলেন, “জামায়াতে ইসলামী কখনোই মুক্তিযুদ্ধ বা দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল না। আমরা ছিলাম ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। বদরুদ্দীন উমরের লেখা ইতিহাস পড়লে প্রকৃত সত্য জানা যায়। এতদিন সেই সত্য জাতির সামনে আসতে দেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, আজকের বিজয় র‍্যালির মূল উদ্দেশ্য হলো—জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, তা স্পষ্টভাবে তুলে ধরা। ভারতের আগ্রাসনের বিরোধিতা করায় দীর্ঘদিন ধরে জামায়াতকে বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে আমির হামজা বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যা ভারতের তাবেদারিত্ব থেকে মুক্ত এবং সত্যিকার অর্থে স্বাধীনচেতা রাষ্ট্র হবে। এই দেশে যারা জন্ম নেবে, তারাই হবে সম্মানিত নাগরিক।”

তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়াই জামায়াতে ইসলামীর লক্ষ্য।

বিজয় র‍্যালিতে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com