ছবি : সংগৃহীত।
‘চব্বিশকে আমরা ধারণ করি। আমাদের তরুণ সমাজ বারবার একটি সুন্দর ও ন্যায্য সমাজ গড়তে এগিয়ে আসে—চব্বিশ তারই প্রমাণ। তাদের আমরা মুক্তিযোদ্ধাই বলি। এখানে তুলনার কোনো জায়গা নেই; এটি আমাদের মুক্তির সংগ্রামের একটি চলমান যাত্রা।’—এমন মন্তব্য করেছেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বিজয় দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ‘অনাকাঙ্ক্ষিত ব্যাখ্যা’ দেশের মর্যাদা ক্ষুণ্ন করে বলেও মন্তব্য করেন শারমীন এস মুরশিদ। তিনি বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের গর্বের ইতিহাস, সেখানে বিভ্রান্তিকর বা অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, “১৯৭১ সালে আমরা গণতন্ত্র, সাম্য, সমতা ও ন্যায্যতার জন্য লড়াই করেছি। চব্বিশেও কি ভিন্ন কিছু চাওয়া হয়েছে? আমরা সেই একই ন্যায্যতা, সমান অধিকার ও গণতন্ত্রই চেয়েছি।”
শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদের সন্তান শারমীন এস মুরশিদ বলেন, মুক্তিযুদ্ধের পর প্রত্যাশিত অনেক অর্জন পূরণ না হওয়াতেই চব্বিশের গণ-অভ্যুত্থান ঘটেছে।
তিনি জোর দিয়ে বলেন, চব্বিশকে একাত্তরের সঙ্গে তুলনা করে ছোট করার প্রয়োজন নেই এবং একইভাবে একাত্তরকে বিতর্কিত করার কোনো কারণও নেই। বরং একাত্তর আমাদের গর্বের সর্বোচ্চ স্থান, সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত ব্যাখ্যা জাতিকে ছোট করে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com