ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৫
আল ইয়ামিন আবির :
প্রকাশিত : ০৮:০৭ এএম, ১৬ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা মানুষের স্বাধীনতা হরণকারী : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৮:০৭ এএম, ১৬ ডিসেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস

আল ইয়ামিন আবির :

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যারা ভোট বাক্স ডাকাতির সঙ্গে জড়িত, তারা দেশের মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করছে এবং তারা নাগরিকদের শত্রু। এমন অপশক্তির হাত থেকে নাগরিকদের রক্ষা করা সবার দায়িত্ব।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

ভাষণে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ভোট হচ্ছে জনগণের ভবিষ্যৎ গড়ার প্রধান মাধ্যম। ভোট বাক্সে ভোট দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ নির্মাণ সম্ভব নয়। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, নিজেদের ভোট সযত্নে ভোট বাক্সে দিয়ে আসতে হবে। কেউ বাধা সৃষ্টি করলে সুশৃঙ্খলভাবে প্রতিরোধ করতে হবে এবং প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা নিতে হবে।

তিনি আরও বলেন, ভোটের ওপর নির্ভর করছে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য। তাই যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জাতির ভবিষ্যৎ সুরক্ষিত করার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ভোট রক্ষা করা মানেই দেশ রক্ষা করা। ভোট দেশকে এগিয়ে নেওয়ার চালিকাশক্তি। এই শক্তি কাউকে নষ্ট করতে দেওয়া যাবে না।

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসনকে আরও কার্যকর, নিরপেক্ষ ও নির্বাচনবান্ধব করতে সরকার মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনে বেশ কিছু রদবদল করেছে বলে জানান তিনি। এসব পরিবর্তন কারো প্রতি অনুরাগ বা বিরাগের কারণে নয়; বরং দক্ষতা, যোগ্যতা ও পেশাগত সক্ষমতার ভিত্তিতেই করা হয়েছে বলে উল্লেখ করেন ড. ইউনূস।

তিনি বলেন, সরকারের একমাত্র লক্ষ্য হচ্ছে—দেশের প্রতিটি ভোটার যেন নিরাপদ, ভয়মুক্ত ও স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

প্রধান উপদেষ্টা আরও জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে এবং সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা নির্ধারণের একটি ঐতিহাসিক মুহূর্ত। গণভোটের ফলাফলের মাধ্যমেই নির্ধারিত হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার দিকনির্দেশনা।

ভাষণের শেষাংশে তিনি বলেন, সরকার চায় এই নির্বাচন হোক উৎসবমুখর, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং সর্বোপরি সুষ্ঠু। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি, প্রযুক্তিগত সহায়তা ও পর্যবেক্ষণের প্রতিটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

 

 

 

 

 

 

 

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com